বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনা আবহে কেমন হবে মহালয়ার ভোরে তর্পণের ছবি! গঙ্গার ঘাটে পুলিশি তৎপরতা তুঙ্গে

করোনা আবহে কেমন হবে মহালয়ার ভোরে তর্পণের ছবি! গঙ্গার ঘাটে পুলিশি তৎপরতা তুঙ্গে

এবার কি এই ছবি বদলে যাবে? ফাইল ছবি

বাবুঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাট–সহ ৯টি ঘাটে প্রতি বছর তর্পণ উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়। সেই কথা এবং করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে এবার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মহালয়ার ভোর। পিতৃপুরুষের উদ্দেশে তর্পণক্রিয়ার আদর্শ সময়। ভিড় জমতে শুরু করে কলকাতার বাবুঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাটের মতো গঙ্গার ঘাটগুলিতে। একটা সময়ে ভিড়ে থিক থিক করে ঘাটগুলি। তার মধ্যেই নমঃ নমঃ করে চলে তর্পণ। প্রতিবারই এ সব সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। কিন্তু এই করোনা আবহে মহালয়ের ভোরের এই ছবিটি ঠিক কেমন হবে তা এখনও বোঝা যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৈরি হচ্ছে পুলিশ–প্রশাসন।

জানা গিয়েছে, এরই মধ্যে এ ব্যাপারে পুর কর্তাদের সঙ্গে একদফা আলোচনা হয়েছে কলকাতা পুলিশের। বাবুঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাট–সহ ৯টি ঘাটে প্রতি বছর তর্পণ উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়। সেই কথা এবং করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে এবার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যেমন, সামাজিক দূরত্ব মানার জন্য জনতার সুবিধার্থে ঘাট চত্বরে দাগ কেটে দেওয়া হবে। অন্তত ৬ ফুট দূরত্ব রাখতে হবে একে অপরের থেকে। দূরত্ববিধি ঠিকঠাক পালন হচ্ছে কিনা এবং সকলে মাস্ক পরেছে কিনা তা দেখতে অন্য বারের চেয়ে দ্বিগুণ পুলিশ মোতায়ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থাকবে পর্যাপ্ত সিভিক ভলান্টিয়ারও।

ভোর থেকেই গঙ্গার ঘাট চত্বরে মাইকে শুরু হবে ঘোষণা। সচেতন করা হবে সাধারণ মানু্যকে। প্রতিটি ঘাটে থাকবে বিশেষ শিবির। জানা গিয়েছে, তর্পণ করতে আসা প্রতিটি মানুষের হাতে সেই শিবির থেকে দেওয়া হবে স্যানিটাইজার। দুর্ঘটনা ঠেকাতে প্রত্যেকবারের মতো বির্পযয় মোকাবিলা বাহিনী এবং ডুবুরিদের মোতায়েন রাখা হবে। এদিকে, মঙ্গলবার তর্পণের দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলকাতা পুলিশ-সহ একাধিক সংস্থার সঙ্গে পুরমন্ত্রী ও কলকাতার প্রধান পুর প্রশাসক ফিরহাদ হাকিম আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.