কলকাতার অনেক জায়গাতেই বেশি হারে পার্কিং ফি নেওয়ার অভিযোগ উঠেছে। বেশ কিছু জায়গায় ৪ গুণ বেশি পার্কিং ফি নেওয়া হয় বলে অভিযোগ। এই সমস্যার সমাধানে আগামী এপ্রিল থেকে সমস্ত পার্কিং লটে পিওএস মেশিনের সাহায্যে পার্কিং ফি নেওয়া হবে। পুরসভার লক্ষ্য-১ এপ্রিল থেকে কলকাতা জুড়ে পিওএস মেশিনের মাধ্যমে পার্কিং ফি সংগ্রহ শুরু করা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এর জন্য আগামী ৩১ মার্চ হাজরার কাছে উত্তম মঞ্চে একটি কর্মশালায় ৪৭৭টি পিওএস মেশিন বিতরণ করা হবে। সেখানে বিভিন্ন পার্কিং ফি সংগ্রহ সংস্থার পার্কিং পরিচারকদের আমন্ত্রণ জানানো হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে। ১৩০টি পিওএস মেশিন ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে। শহরজুড়ে এই মেশিনের সংখ্যা ৬০০–এর বেশি করার পরিকল্পনা রয়েছে। এর জন্য পার্কিং ব্যবস্থাপনা এবং ফি আদায়ের জন্য এজেন্সিগুলিকে পার্কিং ফি বরাদ্দের নতুন দরপত্র প্রণয়ন করা হয়েছে। দর জমা দেওয়া হয়েছে এবং পুরসভা শীঘ্রই বরাদ্দ শুরু করবে। মধ্য কলকাতার বেশ কয়েকটি পার্কিং লটে পার্কিং অ্যাটেনডেন্টদের প্রতি ঘণ্টায় ৪০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এখানে সাধারণত প্রতি ঘণ্টায় পার্কিং ফি ২০ টাকা করে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, পার্কিং ফি বেশি নেওয়ার প্রবণতা কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্কিং এজেন্সিগুলি যদি নির্দিষ্ট হারের চেয়ে বেশি পার্কিং ফি নিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, গাড়িচালকরা পার্কিং লটগুলিতে একটি বোর্ড লাগানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। বোর্ডে সংশোধিত পার্কিং ফি এবং একটি টোল-ফ্রি নম্বর দেওয়া থাকবে। কোনওরকমের সমস্যা হলে বা অভিযোগ থাকলে সেই নম্বরে ফোন করে যাতে অভিযোগ জানানো যায় সে বিষয়ে আবেদন জানিয়েছেন গাড়ি চালকরা।
পাশাপাশি, এপ্রিল থেকে পুরসভা রাতে রাস্তায় বেআইনিভাবে পার্ক করা গাড়ি আটকাতে ক্ল্যাম্প ব্যবহার বন্ধ করবে। পরিবর্তে গাড়ির মালিকদের কাছে টেক্সট বার্তা পৌঁছে যাবে। অনেকটা পুলিশ যা করে। জরিমানা না দিলে সেই গাড়ির রিনিউ বা বিক্রি করা যাবে না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup