বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লকডাউনের কলকাতায় অফিস যাতায়াতে ভরসা জোগাচ্ছে সাইকেল, বাড়ছে বিক্রি

লকডাউনের কলকাতায় অফিস যাতায়াতে ভরসা জোগাচ্ছে সাইকেল, বাড়ছে বিক্রি

সংক্রমণ এড়াতে সাইকেলেই ভরসা রাখছেন কলকাতার অফিযাত্রীরা।

জীবাণু সংক্রমণের ঝুঁকি ও দূষণ এড়ানোর পাশাপাশি লকডাউনের বাজারে অর্থ সাশ্রয়কারী যান হিসেবেও কাজে দিচ্ছে সাইকেল।

করোনা সংক্রমণ এড়াতে সাইকেলেই ভরসা রাখছেন কলকাতার বহু অফিযাত্রী। ক্রমেই বাড়ছে দূষণ বিরোধী তথা খরচ সাপেক্ষ এই দু’চাকার যানের জনপ্রিয়তা।

লকডাউন বিধি শিথিল করার জেরে কলকাতার সরকারি ও বেসরকারি বেশ কিছু অফিস খুলে গিয়েছে। কিন্তু অফিস যাতায়াতে যথেষ্ট পরিমাণে যানবাহনের অভাবে দৈনন্দিন বিপাকে পড়ছেন পথে বেরোনো শহরবাসী। 

বুধবার সকালেও শ্যামবাজার ও কামালগাজির বাস স্টপগুলিতে সরকারি বাসের অপেক্ষায় নিত্যযাত্রীদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। এর আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, আসন সংখ্যার তুলনায় যাত্রী বেশি হলে বাস চালানো সম্ভব হবে না। যদিও সোম ও মঙ্গলবার সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে শহরে বেশ কিছু ভিড়েঠাসা বাস চলতে দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে নিজস্ব পরিবহন ব্যবহারের তাগিদে সাইকেলই সবচেয়ে সুবিধাজনক পরিবহণ হিসেবে মনে ধরেছে বেশ কিছু অফিসযাত্রীর। তাঁদের মতে, সাইকেল ব্যবহার করলে জীবাণু সংক্রমণের ঝুঁকি ও দূষণ এড়ানোর পাশাপাশি লকডাউনের বাজারে বেশ সাশ্রয়কারী যান হিসেবেও কাজে দিচ্ছে। 

শহরের সাইকেল বিক্রেতারা জানিয়েছেন, লকডাউনের পঞ্চম দফায় আচমকা সাইকেল বিক্রির হার উল্লেখযোগ্য বেড়েছে। গণপরিবহণে ভিড়ের চাপে সংক্রমণ আশঙ্কা থেকে দূরে থাকতেই সাইকেলের প্রতি এই আকর্ষণ বেড়েছে বলে তাঁদের দাবি। 

কলকাতা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের বিকল্প পরিবহণের সুবিধা দিলেও অন্যান্য জেলা থেকে প্রতিদিন অফিসে হাজিরা দিতে আসা যাত্রীদের অবশ্য বিশেষ ভরসা জোগাতে পারছে না সাইকেল। লোকাল ট্রেন চালু না হওয়া পর্যন্ত তাঁদের দুর্ভোগ লেগেই থাকবে।  

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.