বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Terror Attack Alert: দীপাবলিতে কলকাতায় জঙ্গি নাশকতার ছক, সমস্ত থানাকে সতর্ক করল লালবাজার

Terror Attack Alert: দীপাবলিতে কলকাতায় জঙ্গি নাশকতার ছক, সমস্ত থানাকে সতর্ক করল লালবাজার

নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।

খবর পৌঁছে দিয়ে কলকাতা পুলিশকে সতর্ক করেন তাঁরা। সেই খবরের উপর ভিত্তি করে সমস্ত লোকাল থানাকে বার্তা পাঠানো হয়েছে। চারিদিকে নজর রাখা–সহ বেশি করে এলাকায় টহল দিতে বলা হয়েছে। আর নিরাপত্তামূলক পদক্ষেপ করতে হবে দিওয়ালির সময়ে। এমনকী বিশেষভাবে সতর্কতাও করা হল শহরের প্রত্যেকটি থানা এবং গোয়েন্দা বিভাগকে।

আসন্ন দীপাবলি উৎসবের সময়ে বড় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে কলকাতায়। ইতিমধ্যেই এই খবর পেয়ে সমস্ত লোকাল থানাকে বিশেষভাবে সতর্ক করল কলকাতা পুলিশ। লালবাজারে এসে পৌঁছেছে তেমনই আশঙ্কার খবর। হরিয়ানা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তাঁদের বার্তা, পিএফআই ছক কষেছে দীপাবলির সময় একাধিক নাশকতামূলক হামলা করতে পারে।

ঠিক কী খবর পেয়েছে লালবাজার?‌ এখন রাজ্যের নানা প্রান্ত থেকে জঙ্গিরা ধরা পড়েছে। তার সঙ্গে মাদক এবং চোরাচালকারীরাও ধরা পড়েছে রাজ্যে। কলকাতায় এদের সহযোগীরা দীপাবলির সময় নাশকতার ছক কষেছে বলে সূত্রের খবর। সেখানে পিএফআই ছক কষেছে দীপাবলির মরশুমে বড় নাশকতা ঘটিয়ে বিপুল মানুষকে খতম করবে। আর এই খবর পেয়েই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।

আর কী জানা যাচ্ছে?‌ একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে কলকাতায় নাশকতার ছকের কথা জানতে পারে হরিয়ানা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। তারপরই সেই খবর পৌঁছে দিয়ে কলকাতা পুলিশকে সতর্ক করেন তাঁরা। সেই খবরের উপর ভিত্তি করে সমস্ত লোকাল থানাকে বার্তা পাঠানো হয়েছে। চারিদিকে নজর রাখা–সহ বেশি করে এলাকায় টহল দিতে বলা হয়েছে। আর নিরাপত্তামূলক পদক্ষেপ করতে হবে দিওয়ালির সময়ে। এমনকী বিশেষভাবে সতর্কতাও করা হল শহরের প্রত্যেকটি থানা এবং গোয়েন্দা বিভাগকে।

কী তথ্য পেয়েছেন গোয়েন্দারা?‌ গোয়েন্দা দফতর সূত্রে খবর, দীপাবলিতে গোটা দেশ জুড়েই নাশকতামূলক হামলার আশঙ্কা করা হচ্ছে। তার সঙ্গে জুড়ে গিয়েছে কলকাতাও। তাই বিশেষভাবে সতর্ক করা হচ্ছে কলকাতা–সহ সবকটি বড় শহরকে। বেশি করে টহল বাড়াতে বলা হয়েছে। সিসিটিভি ক্যামেরাগুলি পরীক্ষা করতে বলা হয়েছে। এমনকী পুলিশ পোস্টিং বিশেষ জায়গাগুলিতে রাখতে বলা হয়েছে। এই নির্দেশগুলি সবই দিয়েছে লালবাজার বলে সূত্রের খবর। জঙ্গি নাশকতা বানচাল করতেই পদক্ষেপ করছে কলকাতা পুলিশ।

বন্ধ করুন