বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > College student allegedly arrested: 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন?

College student allegedly arrested: 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন?

এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ দীপ্সিতার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

যোগেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করলেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর। রিপোর্ট অনুযায়ী, তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। যদিও কলকাতা পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।

বাড়ি থেকে এক কলেজ ছাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ তুললেন দীপ্সিতা ধর। সিপিআইএম নেত্রী বলেন, ‘যোগেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বাড়ির লোকের কথা অনুযায়ী, দরজা ভেঙে ঘুমন্ত মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কোনওরকম কোনও কাগজ দেখাতে পারেনি।’ এমনকী প্রাথমিকভাবে  ওই ছাত্রীকে ‘ট্রেস’ করা যাচ্ছিল না বলে দাবি করেন দীপ্সিতা। পরে অবশ্য তিনি দাবি করেন, ওই ছাত্রীকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও সূত্র উদ্ধৃত করে টিভি নাইন বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে যে ওই ছাত্রীকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। যাদবপুর থানায় মহিলা সেল ছিল না। সেজন্য তাঁকে লালবাজারে নিয়ে গিয়েছে পুলিশ। যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

কেন গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রীকে?

সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে ‘প্রতিবাদ’ নামে একটি গ্রুপ আছে বলে অভিযোগ উঠেছে। যে গ্রুপে ওই ছাত্রীও আছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই হোয়্যাটসঅ্যাপে বিভিন্ন মন্তব্য করা হচ্ছিল। পশ্চিমবঙ্গের প্রতিটি থানা জ্বালিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন: TMC leader's role in RG Kar Case: ‘অনেক দেরি হয়ে যাবে, জোর করে মেয়ের দেহের ডিসচার্জ সার্টফিকেটে সই করান TMC কাউন্সিলর’

সেইসঙ্গে অভিযোগ উঠেছে যে কালীঘাটে জমায়েত করারও পরিকল্পনা করা হয়েছিল বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ওইসব অভিযোগের ভিত্তিতেই দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র কলেজের ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় রুজু করা হয়েছে। যে ছাত্রীর বাড়ি গড়ফায় বলে দাবি করেছেন দীপ্সিতা।

আরও পড়ুন: People arrange foods for junior doctors: ডাক্তার ‘দাদা-দিদিদের’ জন্য খাবার আনল ফাইভের ছাত্র; জল, ORS দিয়ে গেলেন মানুষ

RG কর কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে পুলিশ

উল্লেখ্য, এমন সময় পুলিশের বিরুদ্ধে ওই ছাত্রীকে গ্রেফতারির অভিযোগ তুলেছেন দীপ্সিতা, যখন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ঘটনায় একাধিক প্রশ্নের মুখে পড়েছে লালবাজার। তথ্যপ্রমাণ লোপাট, চাপ দিয়ে তরুণী চিকিৎসকের দেহ দাহ করা, তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা ‘অফার’ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

আরও পড়ুন: Swasthya Bhawan Abhiyaan Day 2: 'অভিভাবক' মুখ্যমন্ত্রীকে চাই, দাবিতে অনড় থেকে ডাক্তাররা বলললেন ‘কাজে ফিরত চাই'

পুলিশ কমিশনারের ইস্তফার দাবিও উঠেছে

সেইসঙ্গে গত ১৪ অগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তাণ্ডবের ঘটনার পরে পুলিশের বিরুদ্ধে তুমুল জনরোষ তৈরি হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফারও দাবি উঠেছে। যে দাবিতে লালবাজার অভিযান করেছেন জুনিয়র ডাক্তাররা। এখন যে স্বাস্থ্য ভবন অভিযান চলছে, তাতেও যে দাবিগুলি তোলা হচ্ছে, তার মধ্যে রয়েছে বিনীতের ইস্তফার বিষয়টিও। 

বাংলার মুখ খবর

Latest News

মায়াঙ্ক ও নীতীশকে একসঙ্গে মাঠে নামিয়েই পাকিস্তানের বিরাট বিশ্বরেকর্ড ভাঙল ভারত ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে বধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দীপাবলির ১০ দিন আগে ভূমিপুত্রর কর্কটে গমন অপ্রত্যাশিত সাফল্য আসবে ৩ রাশির জীবনে ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে দেবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.