সাইবার প্রতারণার জন্য প্রতারকরা অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট করছে বিদেশি নাগরিকদের। বিশেষ করে মার্কিন নাগরিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে করা হচ্ছে সাইবার প্রতারণা। এবার ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কের প্রবীণ নাগরিকদের সঙ্গে সাইবার প্রতারণা করার অভিযোগে কলকাতা ভিত্তিক একটি গ্যাংয়ের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৈয়দ তারেক কালাম। পুনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি, ৭৬ বছর বয়সি এক মার্কিন নাগরিক ৭১ লক্ষ টাকা সাইবার জালিয়াতির শিকার হয়েছিলেন। সেই ঘটনায় ওই মার্কিন নাগরিকের জবানবন্দি রেকর্ড করে পুলিশ। তার চার দিনের মাথায় এই প্রতারণার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এখনও পর্যন্ত এই প্রতারণার সঙ্গে জড়িত মোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে, কালাম কলকাতার ওস্তাগার লেনের বাসিন্দা। পুনের মালওয়াড়ি এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকছিল সে। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে সিম কার্ড সহ কিছু ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা সাইবার পুলিশের ডিসি অতুল বিশ্বনাথন। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই জালিয়াতির বিষয়ে বিবৃতি রেকর্ড করার জন্য কলকাতার সাইবার থানাকে মার্কিন নাগরিকের সঙ্গে সমন্বয় করতে সাহায্য করেছিল। আরও এক মার্কিন নাগরিক এই চক্রের কাছে প্রতারিত হয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মাসখানেক আগে সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন ৯১ বছর বয়সি মার্কিন নাগরিক। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৭১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকরা। তারপরেই আত্মঘাতী হন ওই বৃদ্ধ। এই মৃত্যুর ঘটনায় কলকাতার এক যুবককে গ্রেফতার করে পুলিশ। আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই ইন্টারপোলের সাহায্যে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেই ঘটনায় বেনিয়াপুকুরের বাসিন্দা শিজান আলি হায়দারকে গ্রেফতার করে পুলিশ। এফবিআই কলকাতা পুলিশকে ১১ জনের তালিকা পাঠিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাকী ওই মার্কিন বৃদ্ধ শেষ বয়সের সম্বল হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রেখেছিলেন ৮৬ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৭১ লক্ষ টাকা। মাসখানেক আগে সেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই তদন্তে নেমে জানতে পারে সাইবার প্রতারকরা ‘টেক্সট নাউ’ নামে একটি অ্যাপ ব্যবহার করে ওই বৃদ্ধকে ফোন করে। কম দামে বৃদ্ধকে তাঁর প্রয়োজনীয় একটি সফটওয়্যার বিক্রির প্রতিশ্রুতি দেয়। সেই সফটওয়্যার বিক্রির নামে বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারকরা। এদিকে, শেষ বয়সে একমাত্র সম্বলটুকু হারিয়ে অবসাদে আত্মঘাতী হয়েছিলেন ওই বৃদ্ধ। ঘটনার তদন্ত নেমে এফবিআই জানতে পারে সাইবার প্রতারকরা ভারতের বাসিন্দা। কারা ওই বৃদ্ধকে ফোন করেছিল তা শনাক্ত করে এফবিআই। এরপরে ইন্টারপোলের সাহায্যে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ১১ জনের নামের একটি তালিকা পাঠায়। সেই তালিকা পাওয়ার পরে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। অবশেষ শিজানকে পুলিশ শনাক্ত করে এবং তোপসিয়ার কুষ্টিয়া রোডে একটি ক্যাফে থেকে তাকে গ্রেফতার করে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup