কলকাতার প্রায় ৮০টি এটিএম কার্ড স্কিমার দিয়ে হ্যাক করার অভিযোগে একজন রোমানিয়ান নাগরিককে দিল্লি থেকে গ্রেফতার করা হল। কলকাতা পুলিশের একটি বিশেষ টিম এই বিদেশীকে সোমবার নিজেদের হেফাজতে নিয়েছে।
কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের কর্তারা গ্রেটার কৈলাশ থেকে ২৮ বছরের সিলিভিউ ফ্লোরিন স্পিরিডিওনকে আটক করেছে। রোমানিয়ার কনস্টান্টা শহরের নিবাসী তিনি। তাঁর কাছ থেকে স্কিমিং ডিভাইস, অ্যাকসেসারিজ, ম্যাগনেটিক চিপ, ব্যাটারী, পিনহোল ক্যামেরা ইত্যাদি উদ্ধার করা হয়েছে। অপরাধী নিজের দোষ স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
চলতি মাসের শুরুতে অনেকেই টের পান দেখেন তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কেউ তুলে নিয়েছেন দিল্লিতে গ্রেটার কৈলাশ ও লাজপত নগরে বসে। প্রায় ৮০টি এমন অভিযোগ আসে পুলিশের সঙ্গে। নিজেদের ব্যাংকের থেকে মেসেজ পেয়ে এই জালিয়াতির কথা জানতে পারেন অভিযোগকারীরা। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরে যে দক্ষিণ কলকাতার কিছু বিশেষ এটিএম থেকে এরা টাকা তুলেছিলেন। এর পরেই পুলিশের সন্দেহ হয় যে এটিএমের কিপ্যাডে স্কিমার রেখেই এই কারচুপি করা হয়েছে।
গত বছরও একই কায়দায় এটিএম জালিয়াতি করার জন্য একটি গ্যাংকে ধরে পুলিশ। তার মধ্যে ছিল দুই রোমেনিয়ান। এবার যে সব এটিএমে এই কারচুপি হয়েছে, আগের বারও তার মধ্যে দুটিতে স্কিমার লাগানো ছিল। পাসওয়ার্ড দেখার জন্য পিনহোল ক্যামেরাও লাগানো ছিল। সিলিভিউকে জিজ্ঞাসাবাদ করে এই দলের অন্য সদস্যদের গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।