বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’‌ মন্তব্য : জন্মদিনে মিঠুনকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ

‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’‌ মন্তব্য : জন্মদিনে মিঠুনকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ

মিঠুন চক্রবর্তী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

পুণে থেকে মানিকতলা থানার সঙ্গে কথা বলেন বাঙালি অভিনেতা।

এবার মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ করল মানিকতলা থানার পুলিশ। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার জেরেই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল মহাগুরুকে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ১৫ মিনিট ধরে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেন মানিকতলা থানার পুলিশ আধিকারিকরা। সকাল ১০টার সময় ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। ১০টা ২০ মিনিট নাগাদ পুণে থেকে মানিকতলা থানার সঙ্গে কথা বলেন বাঙালি অভিনেতা। তাঁর বিরূদ্ধে অভিযোগ, বিভিন্ন জনসভায় নিজের ছবির সংলাপ বলে উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি। আজ মিঠন চক্রবর্তীর জন্মদিন। সেদিনই এই ফোন কার্যত পুরষ্কার বলে কটাক্ষ করেছেন অনেকে।

ঠিক কী বলেছিলেন মহাগুরু?‌ পুলিশ সূত্রে খবর, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে…’, সিনেমার এই বিখ্যাত সংলাপ ব্যবহার করেছিলেন তিনি। তাতে একুশের নির্বাচনে হিংলা ছড়িয়ে পড়েছিল। এখন তার জেরে বিড়ম্বনায় পড়তে হল তাঁকে। রাজ্যজুড়ে হিংসা ছড়ানো এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে মানিকতলা থানায় অভিযোগ জমা পড়েছিল তাঁর বিরুদ্ধে। ভারতীয় দন্ডবিধির ১৫৩(এ), ৫০৪, ৫০৫ একাধিক ধারায় এফআইএর দায়ের হয়। এরপর হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন মিঠুন চক্রবর্তী।

একুশের নির্বাচনী প্রচারে ‘‌এক ছোবলেই ছবি’‌, ‘‌জাত গোখরো’‌–র মতো সংলাপ বলতে শোনা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভার্চুয়ালি তাঁকে জিজ্ঞাসাবাদ করে মানিকতলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে চান, এই মন্তব্য করার কারণ কী? এই মন্তব্যের আড়ালে কি কোনও অন্য উদ্দেশ্য ছিল?‌ এইসব প্রশ্ন করেন মানিকতলা থানার তদন্তকারী আধিকারকিরা। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, ব্রিগেডের মঞ্চে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হাতে তুলে দিয়েছিলেন পদ্ম–পতাকা। তখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অসংখ্য মানুষের ভিড়। তাঁদের সিংহভাগ মহাগুরুর ভক্তও। সেখানে দর্শকদের ইচ্ছায় নিজের সিনেমার বিখ্যাত সংলাপ বলেছিলেন তিনি। যা উস্কানিমূলক বলে মনে করে পুলিশ–প্রশাসন। উস্কানিমূলক মন্তব্য, ষড়যন্ত্রে মদত দেওয়া এই ধরণের নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বাংলার মুখ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.