রামনবমী এবার বিরাট করে হবে। লক্ষ লক্ষ হিন্দু পথে নামবে। আগের রেকর্ড ভেঙে যাবে। এই কথাগুলি সম্প্রতি বলেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাই রাজ্যের কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সুতরাং গোটা রাজ্য পুলিশে মুড়ে ফেলা হবে বলে মনে করা হচ্ছে। তবে মার্চ মাসের শুরু থেকেই চড়ছে তাপমাত্রা। দিনে কলকাতার গড় তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁয়েছে। আর তাই প্রত্যেকবারের মতো এবারও ট্রাফিক পুলিশ কর্মীদের ডিউটির সময় কমিয়ে দেওয়া হল।
আজ, বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে গ্রীষ্মের সামগ্রী তুলে দেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেখানেই কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘গরমের মধ্যে খুব কষ্ট করেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। তাই তাঁদের ডিউটি করার সময় দু’ঘণ্টা কমানো হল। এখন থেকে তাঁরা ৬ ঘণ্টা ডিউটি করবেন। জলের বোতল, ওআরএস, সানগ্লাস, এবং ছাতা তুলে দেওয়া হয়েছে।’ তারই মধ্যে আসছে রামনমবী। আগামী ৬ এপ্রিল রবিবার রামনবমী উপলক্ষ্যে কড়া পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: সিসিটিভি বিকল করে দিয়ে পর পর স্কুলে চলছিল লুঠপাট, পুলিশ গ্রেফতার করল চারজনকে
এদিকে কলকাতায় ট্রাফিক পুলিশে আছেন ৫ হাজার ৫৭৮ জন পুলিশকর্মী। এদের সকলকেই দেওয়া হচ্ছে গ্রীষ্মের সামগ্রী। তবে অতীতে রামনবমীকে কেন্দ্র করে শহর কলকাতা এবং জেলার নানা জায়গায় গোলমালের ঘটনা ঘটেছিল। সেগুলি যাতে আর না ঘটে তার জন্য কড়া দৃষ্টি রাখবে কলকাতা পুলিশ। মনোজ ভার্মার বক্তব্য, ‘অতীতের অভিজ্ঞতা থেকেই এবার রামনবনীকে কেন্দ্র করে আগে থেকেই পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হচ্ছে। অশান্তির ক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে।’ বিশাল পুলিশ বাহিনী থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন পুলিশ কমিশনার।
অন্যদিকে রামনবমীর মিছিল থেকে অস্ত্রের দেখা মিলেছিল। তার উপর অশান্তির জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নানা এলাকা। উত্তরপাড়া, হাওড়ার ঘটনা উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়েও তথ্য দিয়েছেন পুলিশ কমিশনার। মনোজ ভার্মার কথায়, ‘একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে নোটিশ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। দফায় দফায় তাদেরকে ডাকা হবে। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে। ভুয়ো পাসপোর্ট করার জন্য ৬৯ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশ পালিয়েছে। তাদের ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া করা হচ্ছে।’