ক্যালেন্ডারে ফেব্রুয়ারি শুরু হওয়া মানেই বসন্ত এল বলে...! আর বসন্ত মানেই প্রেম! তাই, অনেকেই ফেব্রুয়ারি মাসটাকে প্রেমের মাস, ভালোবাসার মাস বলে থাকেন। আজকালকার দিনে ভালোবাসায় রাখঢাক কম, বরং উৎসবের মেজাজ অনেক বেশি। আর উৎসব মানেই উপহার থেকে শুরু করে দুর্দান্ত সব অফার - সবকিছুরই ছড়াছড়ি! আর এই উপহার-অফারের ফাঁদ পেতেই ভালোবাসার মরশুমে প্রতারণা করার জন্য ওঁৎ পেতে রয়েছে সাইবার অপরাধীরা। তাই, কলকাতা পুলিশ বলছে - সাবধান!
বিষয়টা আর একটু ভেঙে বলা যাক। ফেব্রুয়ারি মাসের একেবারে শুরু থেকেই একটার পর একটা বিশেষ দিন আসতে আর যেতে থাকে। সেই তালিকায় রয়েছে - রোজ ডে, টেডি ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইনস ডে এবং আরও অনেক কিছু।
এই বিশেষ দিনগুলিতে অনেকেই প্রিয়জনের জন্য নানা উপহার কেনেন। আর, উপভোক্তা বা ক্রেতাদের এই চাহিদা বুঝে নানা ব্যবসায়িক সংস্থা, বিপণনী এবং অনলাইন শপগুলি প্রচুর অফার দেয়।
কলকাতা পুলিশের বক্তব্য হল, ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। তাই, প্রেমের মাসে যতটা সম্ভব সাবধানে অনলাইন কেনাকেটা বা অফার নেওয়ার বিষয়গুলি সারতে বলছেন পুলিশকর্মী ও আধিকারিকরা।
তাঁদের বক্তব্য, অফার বা উপহারের লোভে অনলাইনে কোনও অচেনা লিঙ্কে ক্লিক বা অজানা নম্বর থেকে আসা ভিডিয়ো কল রিসিভ করলেই হয়ে যেতে পারে বড় ক্ষতি। তাই, সাবধান থাকতে হবে। বিশেষ করে অল্পবয়সীদের এই বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে কলকাতা পুলিশ। কারণ, তারাই সবথেকে বেশি অনলাইন থাকে এবং প্রেমের মাসে ভার্চুয়াল দুনিয়ায় নানা অফারের খোঁজে ঢুঁ মারে।
কলকাতা পুলিশের বার্তা:
অনলাইন শপিং বা পরিষেবা প্রদানের নামে অনেক ফেক ওয়েবসাইট বা ডোমেন রয়েছে। তাই, নিশ্চিত না হয়ে যেকোনও সাইট থেকে কেনাকাটা করা যাবে না।
প্রেমের মাস উপলক্ষে কোনও অচেনা অজানা ওয়েবসাইট বা মোবাইল নম্বর থেকে মেসেজ এলে, বা কোনও লিঙ্ক পাঠানো হলে, তা একেবারেই এড়িয়ে যেতে হবে। কারণ, এইসব লিঙ্কে ক্লিক করলে উপহার লাভের বদলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকাও গায়েব হয়ে যেতে পারে।
অচেনা কোনও নম্বর বা সোশাল মিডিয়া প্রোফাইল থেকে ভিডিয়ো কল করা হলে, তা রিসিভ করা চলবে না। কারণ, তাতে প্রতারকদের ফাঁদে পড়ার তীব্র সম্ভাবনা থাকে।
তবুও যদি কখনও কোনও অঘটন ঘটে যায়, তাহলে অযথা ভয় না পেয়ে বা বসে না থেকে তৎক্ষণাৎ কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানাতে হবে।