বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতায় ৩,৬০০ কোজি পোস্তর খোলা উদ্ধার, গ্রেফতার মাদক কারবারি সুলতান আহমেদ

কলকাতায় ৩,৬০০ কোজি পোস্তর খোলা উদ্ধার, গ্রেফতার মাদক কারবারি সুলতান আহমেদ

উদ্ধার হওয়া কয়েকটি বস্তা

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আনন্দপুরে একটি গুদামে হানা দেয় পুলিশ ও STF. সেখানে ১৬৩টি বস্তায় রাখা ছিল প্রায় ৩,৬০০ কিলোগ্রাম পোস্তর খোলা।

কলকাতায় উদ্ধার হল মাদক তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল। শনিবার আনন্দপুরে একটি গুদামে হানা দিয়ে ৩,৬০০ কিলোগ্রাম পোস্তর খোলা উদ্ধার করে পুলিশ ও STF. ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদক কারবারি সুলতান আহমেদ ও তার সহযোগী ফৈয়জ আলম।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আনন্দপুরে একটি গুদামে হানা দেয় পুলিশ ও STF. সেখানে ১৬৩টি বস্তায় রাখা ছিল প্রায় ৩,৬০০ কিলোগ্রাম পোস্তর খোলা। আফিম ও অন্যান্য মাদক তৈরি হয় এই পোস্তর খোলা দিয়ে। উদ্ধার হওয়া পোস্তর খোলার দাম প্রায় ৩০ কোটি টাকা বলে জানা গিয়েছে।

এর পরই মাদক কারবারি সুলতান আহমেদ ও তাঁর সহযোগী ফৈয়াজ আলমকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এই পোস্তর খোলা কোথা থেকে আমদানি করা হয়েছিল, আর কোথায় পাচারের মতলব ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা।

গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে মাদক। সহজে মোটা টাকা আয়ের আশায় বহু সাধারণ মানুষও মাদক পাচারে জড়িয়ে পড়ছেন বলে জানাচ্ছেন গোয়েন্দারা। এই প্রবণতা রুখতে পাচারকারীদের পাশাপাশি মাদকচক্রের পান্ডাদের ওপর নজরদারি শুরু করেছেন গোয়েন্দারা। এদিন তেমনই একজনকে গ্রেফতার করল পুলিশ।

 

বন্ধ করুন