বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পুজোয় বাইকের বেপরোয়া গতি রুখতে অস্ত্র কেস, ২০১৯-এর ৫ গুণ বেশি জরিমানা কলকাতায়

পুজোয় বাইকের বেপরোয়া গতি রুখতে অস্ত্র কেস, ২০১৯-এর ৫ গুণ বেশি জরিমানা কলকাতায়

পুজোয বাইকের বেপরোয়া গতি রুখতে ২০১৯-এর ৫ গুণ বেশি কেস কলকাতা পুলিশের (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @KPPortDiv)

‌শহরে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার মুখে পড়া নতুন কিছু বিষয় নয়। এই ধরনের ঘটনা যাতে পুজোর সময়ে না ঘটে সেজন্য কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শুধু দ্রুত গতিতে বাইক চালানোর বিরুদ্ধেই নয়, হেলমেট ছাড়া বাইক চালানো নিয়েও কড়া পদক্ষেপ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এবারে পুজোর দিনগুলিতে দ্রুত গতিতে বাইক চালানো নিয়ে ৪৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৯ সালে এই রকম লাগামছাড়া বাইক চালানো নিয়ে ৯০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে পাঁচ গুণ বেশি বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মোটর ভেহিকেলস আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই বছর শুধুমাত্র অষ্টমীর দিন বেপরোয়াভাবে বাইক চালানোর জন্য ১৭৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি পুলিশ এবারে হেলমেট ছাড়া বাইক চালানোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছে। এই বছর পুজোতে হেলমেট ছাড়া বাইক চালানোর বিরুদ্ধে ৭,৫৮৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। যদিও গত বছর অবশ্য এর থেকেও আরও বেশি লোকের বিরুদ্ধে হেলমেট ছাড়া বেরোনোর জন্য ব্যবস্থা নিতে হয়েছিল। গত বছর হেলমেট ছাড়া রাস্তায় বেরোনোর জন্য ৮,১৮৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এবারে বাইকে তিন জন সওয়ারির ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। বাইকে তিন জন সওয়ারির ক্ষেত্রে এবারে ৫,১৬০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সেভ ড্রাইভ সেভ লাইফ চালু করা হয়েছিল পুলিশের তরফে। তাতে কিছুটা সাড়া মিললেও প্রকৃত অর্থে বেপোরোয়া গাড়ি চালনা যে রোখা গিয়েছে, তা কিন্তু নয়।

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.