বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ও মারা গেলে দায়িত্ব আমার, অরুণিমা চিকিৎসার আবেদন খারিজ করে বললেন পুলিশ আধিকারিক

ও মারা গেলে দায়িত্ব আমার, অরুণিমা চিকিৎসার আবেদন খারিজ করে বললেন পুলিশ আধিকারিক

বুধবার কলকাতায় চাকরিপ্রার্থীদের আন্দোলন। (Ashok Nath Dey)

হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শচীন মণ্ডলের কাছে অন্য চাকরিপ্রার্থীরা অরুণিমার চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান। প্রকাশ্যে এসেছে সেই কথপোকথনের ভিডিয়ো।

শুধু হাতে কামড় দেওয়া নয়, চাকরিপ্রার্থীদের সঙ্গে আরও অমানবিক ব্যবহারের অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। পুলিশের কামড়ে আহত চাকরিপ্রার্থী অরুণিমা পাল বিনা চিকিৎসায় মারা গেলে তার দায়িত্ব পুলিশ নেবে, ভাইরাল ভিডিয়োয় এমনই মন্তব্য করতে শোনা গেল কলকাতা পুলিশের এক আধিকারিককে।

বুধবার কলকাতার রবীন্দ্রসদনে চাকরির দাবিতে আন্দোলনরত ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। তাদের মধ্যে ছিলেন পুলিশের কামড়ে আহত আন্দোলনকারী অরুণিমা পালও। হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শচীন মণ্ডলের কাছে অন্য চাকরিপ্রার্থীরা অরুণিমার চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান। প্রকাশ্যে এসেছে সেই কথপোকথনের ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, পুলিশ আধিকারিক বলছেন, এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। সব কিছু আমার হাতে নেই। আপনারা একজায়গায় গিয়ে আন্দোলন করেছেন। আপনাদের ধরা হয়েছে। আমরা আপনাদের ধরিনি। তখন এক আন্দোলনকারী প্রশ্ন করেন, অরুণিমার কিছু হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে? জবাবে শচীনবাবুকে বলতে শোনা যায়, কেউ মারা গেলে তার দায়িত্ব আমি নেব।

বুধবার বিকেলে চাকরির দাবিতে আন্দোলনরত অরুণিমা পালকে পুলিশ কর্মীর ছুটে এসে কামড়ানোর ছবি দেখেছে সারা দেশ। তার পর আক্রান্ত আন্দোলনকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দিয়ে বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে পেশ করেছে। প্রশ্ন উঠছে, তবে কি ন্যূনতম মানবিকতা ভুলেছে কলকাতা পুলিশ?

 

বন্ধ করুন