বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Police in RG Kar Case: আরজি কর কাণ্ডে মমতা ডেডলাইন বেঁধে দিতেই 'নিজেদের মান' বাঁচাতে ঝাঁপ পুলিশের!

Kolkata Police in RG Kar Case: আরজি কর কাণ্ডে মমতা ডেডলাইন বেঁধে দিতেই 'নিজেদের মান' বাঁচাতে ঝাঁপ পুলিশের!

আরজি কর কাণ্ডে মমতা ডেডলাইন বেঁধে দিতেই 'নিজেদের মান' বাঁচাতে ঝাঁপ পুলিশের! (Hindustan Times)

আরজি কর কাণ্ডে পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন জারি রেখেছেন চিকিৎসকরা। এই আবহে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সময়সীমা বেঁধে দেন পুলিশকে। এরপরই নড়েচড়ে বসেছে পুলিশ। পদক্ষেপ করছেন তদন্তকারীরা। 

গতকালই আরজি কর কাণ্ডে পুলিশকে সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, রবিবারের মধ্যে পুলিশ তদন্ত সম্পন্ন করতে না পারলে সিবিআইকে তদন্তভার হস্তান্তর করা হবে। এই পরিস্থিতিতে এবার পুলিশের তরফ থেকে এই তদন্তের সঙ্গে যুক্ত স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ২৮ করা হয়েছে। এদিকে আরজি কর কাণ্ডের রাতে নির্যাতিতা যাঁদের সঙ্গে ডিনার করেছিলেন, সেই ৪ চিকিৎসক সহ মোট ৭ জনকে তলব করেছে পুলিশ। এরই সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট সুপার নির্যাতিতার বাড়িতে ফোন করে চিকিৎসকের মৃত্যুর খবর জানিয়েছিলেন, তাঁকেও জেরার জন্যে ডেকে পাঠিয়েছে পুলিশ। (আরও পড়ুন: 'স'-তে আটকে কাঁটা, আরজি কর কাণ্ডে তির এবার 'ভিতরের ৪ জনের' দিকে, নাম ঘিরে তরজা)

আরও পড়ুন: বদলির পর ন্যাশনাল মেডিক্যালেও ক্ষোভের মুখে সন্দীপ ঘোষ, বিস্ফোরক খোদ TMC বিধায়ক

এর আগে আরজি কর কাণ্ডে গুজবে কান দিতে বারণ করে গতকাল এক দীর্ঘ পোস্ট করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে সেই পোস্টে লেখা হয়, 'আরজি কর মেডিক্যাল কলেজে যে চিকিৎসক তরুণীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এই কঠিন সময়ে আমরা সর্বান্তঃকরণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। এই ঘটনায় মানুষের ক্ষোভ, শোক, রাগ অত্যন্ত স্বাভাবিক। বিশেষ করে চিকিৎসক সমাজের এবং মৃতার পরিজনদের। এই ক্ষোভ-শোক-ক্রোধের নতমস্তক শরিক আমরাও। এই যন্ত্রণা বর্ণনাতীত।' পুলিশের তফ থেকে দাবি করা হয়, 'আমাদের তদন্ত চলছে আন্তরিক সততা এবং স্বচ্ছতার সঙ্গে। এই নারকীয় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি তথ্যপ্রমাণসহ। আরও কেউ ঘটনায় জড়িত ছিল কী না, সে বিষয়েও তদন্ত চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। মৃতার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, এবং তদন্তের প্রতিটি পদক্ষেপ তাঁদের জানাচ্ছি আমরা।'

এরপর পুলিশের পোস্টে বলা হয়, 'একটি কথা সবিনয়ে বলার। সোশ্যাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য, অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। আমাদের আন্তরিক অনুরোধ, না-যাচাই-করা এই ধরণের তত্ত্ব, তথ্য বা গুজবে কান দেবেন না। এতে তদন্তের ক্ষতি হয়, ন্যায়ের প্রক্রিয়া ব্যাহত হয়, এবং সর্বোপরি শোকগ্রস্ত পরিবারটি আরও বেশি করে যন্ত্রণাদগ্ধ হয়। আবার বলি, সততা, আন্তরিকতা এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত চলছে। কাল্পনিক তত্ত্ব এবং গুজব ছড়ালে সেই তদন্তেরই গতি ব্যাহত হয়। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বলি, আমরা বুঝতে পারছি আপনাদের শোক, সমর্থন করছি আপনাদের ন্যায়বিচারের দাবি। আপনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিশ্বাস রাখুন, যত দ্রুত সম্ভব ন্যায়বিচার সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। রাজ্যের মানুষকে জানাই, আমাদের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। কলকাতা পুলিশ যথাসাধ্য দ্রুততায় চার্জশিট জমা করে ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করবে। ন্যায়বিচার হবেই। দ্রুতই হবে। না হওয়া পর্যন্ত আমরা থামব না। ভরসা রাখুন।'

বাংলার মুখ খবর

Latest News

স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.