১০০ ডায়ালে ফোন আসলেই আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইছে কলকাতা পুলিশ। এর জন্য এবার ১০০ ডায়ালের সঙ্গে বাইক বাহিনীকে যুক্ত করার কথা ভাবছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, বর্তমানে শুধুমাত্র দিল্লিতে ১০০ ডায়ালের সঙ্গে মোটরবাইক পরিষেবা যুক্ত রয়েছে। এবার কলকাতাতেও যুক্ত হতে চলেছে বাইক বাহিনী। প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রতিটি থানা এলাকায় একটি করে বাইক বাহিনী থাকবে। তাতে চেপেই দ্রুত সাহায্যপ্রার্থীর কাছে পৌঁছে যাবে পুলিশ। বর্তমানে চারটি ডিভিশনে একটি করে মোটরবাইক নিয়ে এর মহড়া শুরু হয়েছে। লালবাজার সূত্রের খবর, আগামী মাসের মধ্যে ১০০ ডায়ালের সঙ্গে ৭২টি মোটরবাইক বাহিনী যুক্ত হয়ে যাবে।
কীভাবে কাজ করবে এই বাইক বাহিনী?
লালবাজার সূত্রের খবর, পুলিশ বুথ বা কিয়স্কে এই মোটর বাইক বাহিনীকে রাখা হবে। প্রতিটি বাইকে দুজন করে পুলিশকর্মী থাকবেন। তাদের কাছে ট্যাব বা মোবাইল ফোন থাকবে। ১০০ নম্বর থেকে কোনও ফোন আসলেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবেন এবং সেখানে পৌঁছে ঘটনার বিবরণ বিশদে জানাবেন ১০০ ডায়ালের কন্ট্রোল রুমে। বর্তমানে এই পরিষেবার সঙ্গে বিভিন্ন জায়গায় পিসিআর ভ্যান রয়েছে। খুব প্রয়োজন হলে সে ক্ষেত্রে রেডিও ফ্লাইং স্কোয়াডকে পাঠানো হয়। এছাড়াও ট্রাফিক পুলিশের কাছে রয়েছে একটি করে ট্যাব। ১০০ ডায়াল থেকে কোনও ফোন আসলেই সেক্ষেত্রে তা পাঠিয়ে দেওয়া হয় ট্রাফিক সার্জেন্টের কাছে। সাধারণত ১০০ ডায়ালে ফোন আসলে সেক্ষেত্রে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগে যায় ৮ থেকে ১০ মিনিট। সেই সময় কমিয়ে তিন থেকে চার মিনিট করতে চাইছে লালবাজার। বর্তমানে প্রতিদিন গড়ে ১০০ ডায়ালে দুহাজারের মতো ফোন আসে। যার মধ্যে কমপক্ষে ২০০ টির ক্ষেত্রে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকে। অলিগলিতে অনেক জায়গায় গাড়ি নিয়ে যেতে সমস্যা হয়। তবে বাইকে করে খুব সহজেই এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে। আবার সাহায্য প্রার্থীর পাঠানো ঠিকানা না জানলেও সে ক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে ভৌগলিক অবস্থান জেনে নিতে বেশি সমস্যা হবে না বলে মনে করছে পুলিশ। যার দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব। আবার সমস্ত কল রেকর্ডিং থাকার জন্য কেউ ভুল তথ্য দিলে সহজে ধরা পড়ে যাবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup