বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar nurses on Police: রাতে 'রোগীর কম্বলে ঢুকে যায়, বাথরুমে লুকিয়ে পড়ে পুলিশ', ফুঁসছেন RG করের নার্সরা

RG Kar nurses on Police: রাতে 'রোগীর কম্বলে ঢুকে যায়, বাথরুমে লুকিয়ে পড়ে পুলিশ', ফুঁসছেন RG করের নার্সরা

তছনছ আরজি কর হাসপাতাল, চোখে জল নার্সের। (ছবি সৌজন্যে এএফপি)

বুধবার রাতে যখন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তাণ্ডব চালানো হয়, তখন পুলিশই ভয় কুঁকড়ে ছিল বলে অভিযোগ করেছেন নার্সরা। তাঁদের দাবি, রোগীদের কম্বলের তলায় ঢুকে পড়েন পুলিশ অফিসাররা। বাথরুমে লুকিয়ে পড়েন।

বুধবার রাতে তাণ্ডবের সময় রোগীর কম্বলের তলায় লুকিয়ে পড়েছিল পুলিশ। এমনই অভিযোগ করলেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নার্সরা। বৃহস্পতিবার বিক্ষোভের মধ্যেই নার্সরা অভিযোগ করেন, গতরাতে যখন হাসপাতালে তাণ্ডব চলেছে, তখন পুলিশকেই 'প্রোটেকশন' দিতে হয়েছে। নার্সদের ওয়ার্ডে ঢুকে যান পুলিশ অফিসাররা। এমনকী পুলিশ আধিকারিকরা স্ত্রীরোগ বিভাগের বাথরুমে গিয়েও আশ্রয় নেন বলে অভিযোগ করেছেন নার্সরা। আরজি করের নয়া অধ্যক্ষ সুহৃতা পালকে ঘিরে ধরেও তাঁরা বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন যে সুরক্ষা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। তবেই কাজে যোগ দেবেন।

‘পেশেন্টের কম্বলের মধ্যে ঢুকে গিয়েছিল’ পুলিশ

বৃহস্পতিবার দুপুরে আরজি হাসপাতালে অধ্যক্ষ আসতেই গতরাতের তাণ্ডবের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন নার্সরা। ক্ষোভে ফুঁসতে-ফুঁসতে ভিড়ের মধ্যে থেকে এক নার্স বলেন, 'ম্যাডাম কাল দু'গাড়ি র‍্যাফ দাঁড়িয়েছিল। পুলিশ ছিল। তারা নির্বাক হয়ে দেখছিল। গাইনি বিল্ডিংয়ে তারা আশ্রয় নিয়েছিল। এমনকী পেশেন্টের কম্বলের মধ্যে ঢুকে গিয়েছিল। এরকমও হয়েছে। তাহলে তাদের উপরে ভরসা করে কীভাবে আমরা ডিউটিতে নামব?'

পুলিশ কমিশনারের বিরুদ্ধে ক্ষুব্ধ নার্সরা

সেইসঙ্গে তিনি বলেন, ‘কাল কি কম অতিরিক্ত ফোর্স আরজি কর হাসপাতালে ছিল? তারা কী করছিল? তারা কেন নির্বাক হয়েছিল? তারপর রাতে পুলিশ কমিশনার (কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল) এসে উলটো-পালটা কথা বলছিলেন। (বলছিলেন যে) মিডিয়ার জন্য এতকিছু হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। একবারও বলেননি যে তাঁর পুলিশ নিষ্ক্রিয় হয়েছিল। আমরা রাতে কী করব?’

আরও পড়ুন: Meyera Rat Dokhol Koro Face Rimjhim Sinha: তাঁর এক ডাকেই ‘রাত দখল’ মহিলা, ‘মুখ’ হয়ে ওঠা প্রেসিডেন্সির প্রাক্তনী আদতে কে?

হামলা চালিয়ে তছনছ করে দেওয়া হয় RG কর হাসপাতাল

বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে তাণ্ডব চালানো হয়। তছনছ করে দেওয়া হয় হাসপাতাল। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে যে বিক্ষোভ চলছিল, সেই মঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি, ওই ঘটনার প্রতিবাদে বুধবার রাতে যে 'রাত দখল' কর্মসূচি ছিল, সেটার মিছিল শুরু হওয়ার আগেই হামলা চালানো হয়। ভাঙচুর চালানো হয় জরুরি বিভাগের বিভিন্ন জায়গায়। নষ্ট করা হয় ওষুধও।

আরও পড়ুন: RG Kar Doctor Murder: প্রমাণ লোপাটের জন্য আরজি করে ভাঙচুর, বিস্ফোরক মৃত চিকিৎসকের মা, CBI-কে কী জানালেন?

সেই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন নার্সরা। ‘নো সেফটি, নো ডিউটি’-র দাবিতে সরব হয়েছেন। তারইমধ্যে আরজি করের তাণ্ডবের ঘটনায় তিনটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, চিকিৎসকদের উপরে হামলা, হাসপাতালের সম্পত্তি ধ্বংস এবং পুলিশের হামলার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে হামলার ঘটনায় ন'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: RG Kar Doctor Murder: আমাদের গর্ব ছিলেন,পাড়ার মেয়ের বিচার চাই, স্বাধীনতার সকালেও চোখে জল প্রতিবেশীদের

বাংলার মুখ খবর

Latest News

‘দেখে তো মনে হচ্ছে অপুষ্টি শিকার…’, ক্লিভেজ দেখিয়ে ছবি দিতেই ট্রোলের মুখে নুসরত অশ্বিনের প্রতিটি শট উঠে দাঁড়িয়ে উপভোগ করছেন! দর্শক আসনে বসে থাকা এই বৃদ্ধা কে? 2011 WCup-'শতরানের পর কিভাবে সেলিব্রেট করব ভাবছিলাম'!এখনও আক্ষেপ যাচ্ছে না গৌতির ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেলেন আনোয়ার! নামতে পারেন রবিবার কেরলের বিপক্ষে… ‘‌স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’‌, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর সপ্তমী হয়ে উঠুক জমজমাট, দুর্গাপুজোয় বাড়িতে বানিয়ে ফেলুন আমিষ পোস্ত পিতৃপক্ষে বিশেষ যোগ, এই ১৫ দিনে পিতৃদের কৃপায় ৫ রাশির জীবন থেকে সব বাধা হবে দূর মদের বোতল পিছু ২০ টাকা বাড়তি! ক্রেতা সেজে অসাধু ব্যবসায়ীকে জরিমানা জেলাশাসকের সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে অশালীন মন্তব্য প্রাক্তন পুলিশের, পালটা সৃজিত-দেবলীনা নিজেরাই বা অন্য উপায়ে ভারতে জঙ্গি হামলা চালাতে ISIS, আল কায়দা; সতর্ক করল FATF

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.