বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পরেশ রাওয়ালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কলকাতা পুলিশ

পরেশ রাওয়ালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কলকাতা পুলিশ

পরেশ রাওয়াল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে পরেশ রাওয়ালের ওই বক্তব্যে আপত্তি জানায় বিরোধীরা। তাদের দাবি, পরেশের বক্তব্য বাঙালি বিরোধী। এই অভিযোগে আগেই FIR দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম।

মাছ খাওয়া নিয়ে পরেশ রাওয়ালের মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে পরেশ রাওয়ালের ওই বক্তব্যে আপত্তি জানায় বিরোধীরা। তাদের দাবি, পরেশের বক্তব্য বাঙালি বিরোধী। এই অভিযোগে আগেই FIR দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম।

গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে পরেশ রাওয়ালকে বলতে শোনা যায়, ‘গুজরাতিরা গ্যাসের দাম বাড়লে মেনে নেবে কিন্তু বাড়ির রোহিঙ্গা বা বাংলাদেশী প্রতিবেশী মেনে নেবে না। গ্যাসের দাম কমে গেলে কী করবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবে?’

সেলিমের দাবি, পরেশ রাওয়ালের এই বক্তব্যে প্রবাশী বাঙালিদের নিরাপত্তা বিপন্ন হতে পারে। তাঁরা আক্রমণের মুখে পড়তে পারেন। ওই বক্তব্যের পরদিনই পরেশ রাওয়ালের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন সেলিম। একই পথে হেঁটে এবার পরেশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ।

তাঁর বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর চেষ্টা, হিংসায় প্ররোচনা, শান্তিভঙ্গের চেষ্টা ও অশালীন মন্তব্যের জেরে উসকানির অভিযোগ দায়ের করেছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে ওই বক্তব্যের ফুটেজ খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

 

বাংলার মুখ খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.