বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Diwali Fire Crackers: দীপাবলিতে শহর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নজরদারিতে, রোখা যাবে শব্দবাজি?‌

Diwali Fire Crackers: দীপাবলিতে শহর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নজরদারিতে, রোখা যাবে শব্দবাজি?‌

শব্দবাজি রুখতে এবার কড়া পদক্ষেপ। (HT_PRINT)

কালীপুজোর দিন থেকেই বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বড়বাজার, পোস্তা, জোড়াসাঁকো, মুচিপাড়া, বউবাজার, গিরিশ পার্ক, শ‌্যামপুকুর, চিৎপুর, কাশীপুর, আমহার্স্ট স্ট্রিট, ভবানীপুর, বালিগঞ্জ, লেক, রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ–সহ নানা জায়গায় অতিরিক্ত পুলিশ রাখা রয়েছে।

একদিকে যখন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কন্ট্রোল রুমের ব্যবস্থা করছে তখন অন্যদিকে দেদার শব্দবাজি ফাটল গোটা রাজ্যে। এই পরিস্থিতি দেখে আজ, মঙ্গলবার আরও কড়া হচ্ছে পুলিশ। আজ দীপাবলিতে মেতে উঠবে রাজ্যের মানুষজন। সুতরাং দীপাবলিতে নিষিদ্ধ বাজি আবার ফাটবে বলে ধরে নেওয়া হচ্ছে। আর তা রুখতে আজ রাস্তায় নামছে পাঁচ হাজার পুলিশ। এমনকী কলকাতার বহুতলগুলিতে কড়া নজরদারি রাখা হচ্ছে। তাই ২৮টি থানা এলাকার বহুতলের ছাদে মোতায়েন থাকছে পুলিশ।

ঠিক কী পদক্ষেপ করা হচ্ছে?‌ কলকাতা পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ শব্দবাজির উপর নজর রাখতে মহানগরীর ৯টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে ট্রাফিক পুলিশের ন’টি টিম। তার মধ্যে—দক্ষিণ কলকাতার রাসবিহারী কানেক্টরের তিনটি পয়েন্ট। টালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুর, চেতলা, স্ট্র‌্যান্ড রোডের কয়েকটি জায়গায় থাকবে টিম। একজন সার্জেন্টের অধীনে থাকছেন একজন করে অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর ও চার থেকে ৬ জন করে পুলিশকর্মী। রাস্তায় শব্দবাজি ফাটানো রুখতে থাকবে এই টিমের নজর।

কী জানা যাচ্ছে লালবাজার থেকে?‌ লালবাজার সূত্রে খবর, আজ, মঙ্গলবার দীপাবলিতে কলকাতায় নিষিদ্ধ শব্দবাজি ফাটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কালীপুজোর দিন থেকেই বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বড়বাজার, পোস্তা, জোড়াসাঁকো, মুচিপাড়া, বউবাজার, গিরিশ পার্ক, শ‌্যামপুকুর, চিৎপুর, কাশীপুর, আমহার্স্ট স্ট্রিট, ভবানীপুর, বালিগঞ্জ, লেক, রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ–সহ নানা জায়গায় অতিরিক্ত পুলিশ রাখা রয়েছে। আর দীপাবলিতে নিষিদ্ধ বাজি রুখতে টহল দেবে থানার ১১৬টি অটো।

আর কী জানা যাচ্ছে?‌ দীপাবলিতে কলকাতার বহুতলগুলিতে বাড়তি নজর রাখা হচ্ছে। তিলোত্তমার ২৮টি থানায় তৈরি হয়েছে পুলিশের বিশেষ টিম। একটি টিমে থাকছে আটজন হোমগার্ড। এমনকী বহুতলগুলি থেকে বাকি বহুতলের ছাদের উপর নজর রাখা হবে। ২৭টি ওয়াচ টাওয়ার করা হয়েছে। তার মধ্যে ৬টিতে বহুতলের ছাদ থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে নজর রাখা হবে। ২৩টি ঘাট এবং ১৪টি পুকুর বা সরোবরে কালীপ্রতিমা বিসর্জনের সময় ডুবুরি ও নৌকা রাখা থাকছে। ঘাটে যাওয়ার রাস্তায় থাকছে পুলিশ পিকেট।

বন্ধ করুন