বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Diwali Fire Crackers: দীপাবলিতে শহর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নজরদারিতে, রোখা যাবে শব্দবাজি?‌

Diwali Fire Crackers: দীপাবলিতে শহর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নজরদারিতে, রোখা যাবে শব্দবাজি?‌

শব্দবাজি রুখতে এবার কড়া পদক্ষেপ। (HT_PRINT)

কালীপুজোর দিন থেকেই বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বড়বাজার, পোস্তা, জোড়াসাঁকো, মুচিপাড়া, বউবাজার, গিরিশ পার্ক, শ‌্যামপুকুর, চিৎপুর, কাশীপুর, আমহার্স্ট স্ট্রিট, ভবানীপুর, বালিগঞ্জ, লেক, রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ–সহ নানা জায়গায় অতিরিক্ত পুলিশ রাখা রয়েছে।

একদিকে যখন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কন্ট্রোল রুমের ব্যবস্থা করছে তখন অন্যদিকে দেদার শব্দবাজি ফাটল গোটা রাজ্যে। এই পরিস্থিতি দেখে আজ, মঙ্গলবার আরও কড়া হচ্ছে পুলিশ। আজ দীপাবলিতে মেতে উঠবে রাজ্যের মানুষজন। সুতরাং দীপাবলিতে নিষিদ্ধ বাজি আবার ফাটবে বলে ধরে নেওয়া হচ্ছে। আর তা রুখতে আজ রাস্তায় নামছে পাঁচ হাজার পুলিশ। এমনকী কলকাতার বহুতলগুলিতে কড়া নজরদারি রাখা হচ্ছে। তাই ২৮টি থানা এলাকার বহুতলের ছাদে মোতায়েন থাকছে পুলিশ।

ঠিক কী পদক্ষেপ করা হচ্ছে?‌ কলকাতা পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ শব্দবাজির উপর নজর রাখতে মহানগরীর ৯টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে ট্রাফিক পুলিশের ন’টি টিম। তার মধ্যে—দক্ষিণ কলকাতার রাসবিহারী কানেক্টরের তিনটি পয়েন্ট। টালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুর, চেতলা, স্ট্র‌্যান্ড রোডের কয়েকটি জায়গায় থাকবে টিম। একজন সার্জেন্টের অধীনে থাকছেন একজন করে অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর ও চার থেকে ৬ জন করে পুলিশকর্মী। রাস্তায় শব্দবাজি ফাটানো রুখতে থাকবে এই টিমের নজর।

কী জানা যাচ্ছে লালবাজার থেকে?‌ লালবাজার সূত্রে খবর, আজ, মঙ্গলবার দীপাবলিতে কলকাতায় নিষিদ্ধ শব্দবাজি ফাটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কালীপুজোর দিন থেকেই বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বড়বাজার, পোস্তা, জোড়াসাঁকো, মুচিপাড়া, বউবাজার, গিরিশ পার্ক, শ‌্যামপুকুর, চিৎপুর, কাশীপুর, আমহার্স্ট স্ট্রিট, ভবানীপুর, বালিগঞ্জ, লেক, রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ–সহ নানা জায়গায় অতিরিক্ত পুলিশ রাখা রয়েছে। আর দীপাবলিতে নিষিদ্ধ বাজি রুখতে টহল দেবে থানার ১১৬টি অটো।

আর কী জানা যাচ্ছে?‌ দীপাবলিতে কলকাতার বহুতলগুলিতে বাড়তি নজর রাখা হচ্ছে। তিলোত্তমার ২৮টি থানায় তৈরি হয়েছে পুলিশের বিশেষ টিম। একটি টিমে থাকছে আটজন হোমগার্ড। এমনকী বহুতলগুলি থেকে বাকি বহুতলের ছাদের উপর নজর রাখা হবে। ২৭টি ওয়াচ টাওয়ার করা হয়েছে। তার মধ্যে ৬টিতে বহুতলের ছাদ থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে নজর রাখা হবে। ২৩টি ঘাট এবং ১৪টি পুকুর বা সরোবরে কালীপ্রতিমা বিসর্জনের সময় ডুবুরি ও নৌকা রাখা থাকছে। ঘাটে যাওয়ার রাস্তায় থাকছে পুলিশ পিকেট।

বাংলার মুখ খবর

Latest News

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.