বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তালগাছ জেমিসনের সামনে লিলিপুট মোমিনুল, মাস্কের জন্য ভাইরাল ছবি হাতিয়ার কলকাতা পুলিশের

তালগাছ জেমিসনের সামনে লিলিপুট মোমিনুল, মাস্কের জন্য ভাইরাল ছবি হাতিয়ার কলকাতা পুলিশের

তালগাছ কাইল জেমিসনের সামনে দাঁড়িয়ে লিলিপুট মোমিনুল হক। নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। (ছবি সৌজন্যে, ফেসবুক কলকাতা পুলিশ এবং টুইটার)

কলকাতা পুলিশের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

তালগাছ কাইল জেমিসনের সামনে দাঁড়িয়ে লিলিপুট মোমিনুল হক। নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভাইরাল ছবি দিয়ে করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক পরার আর্জি জানাল কলকাতা পুলিশ। সেই পোস্টও ভাইরাল হয়ে গিয়েছে।

শুক্রবার কলকাতা পুলিশের ফেসবুকে জেমিসন এবং মোমিনুলের সেই ছবি পোস্ট করা হয়। জেমিসনের ছবির পাশে লেখা হয়, ‘করোনার তৃতীয় ঢেউ।’ বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মোমিনুলের ছবির পাশে লেখা আছে, ‘মাস্ক ছাড়া রাস্তায় যারা।’

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন লেখেন, ‘কলকাতা পুলিশও এখন মিম বানাচ্ছে। চালিয়ে যান।’ একজন লেখেন, ‘চিন্তাভাবনাটা দুর্ধর্ষ।’ একজনের আবার বক্তব্য, ‘উচ্চতায় লম্বা হলেও ছোটোখাটো মোমিনুলদের কাছে সেদিন ধরাশায়ী হয়েছিল কিউয়িরা। তাই আমরাও হয়তো তৃতীয় ঢেউকে পরাজিত করে ভেসে ভেসে বেঁচে থাকতে পারি।’ এক নেটিজেন আবার বলেন, ‘দারুণ, দারুণ। বার্তাটা একেবারে পরিষ্কার। এর বড়বড় হোর্ডিং বানিয়ে শহরজুড়ে টাঙিয়ে দিন।’ তবে অনেকেই আবার ক্ষোভপ্রকাশ করেছেন।  বাংলাদেশের এক নেটিজেন লিখেছেন, ‘মোমিনুলের জায়গায় নিজেদের কাউকে দাঁড় করিয়ে দিন। কারণ এই মোমিনুলবাহিনী সেদিন করোনার তৃতীয় ঢেউকে (পড়ুন নিউজিল্যান্ড) বিধ্বস্ত করে দিয়েছিল।’

উল্লেখ্য, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৬ ফুট ৮ ইঞ্চির জেমিসন এবং ৫ ফুট ২৮ ইঞ্চির মোমিনুলের মধ্যে সেই ঘটনা ঘটেছিল। মোমিনুলের বিরুদ্ধে এলবিডব্লুউয়ের জোরালো আবেদন করেছিলেন কিউয়ি পেসার। কিন্তু তা নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার। তাতে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন জেমিসন। মোমিনুলের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। সেইসময় মোমিনুল উপরের দিকে তাকিয়েছিলেন। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য সেই লিলিপুট মোমিনুলরাই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল প্রথম টেস্টে। পরের টেস্টে অবশ্য হেরে যায় বাংলাদেশ।

বন্ধ করুন