বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম মৃত্যু,মৃত্যু হল দমদমের প্রৌঢ়ের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম মৃত্যু,মৃত্যু হল দমদমের প্রৌঢ়ের

প্রতীকি ছবি

চিকিৎসকরা জানিয়েছিলেন কখনও বিদেশযাত্রা করেননি তিনি।ে।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রথম মৃত্যু হল এক ব্যক্তির। নিহত ব্যক্তি দমদমের বাসিন্দা প্রৌঢ়। সোমবার দুপুরে মৃত্যু হয় তাঁরা।

তিনি দমকলে কর্মরত বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন কখনও বিদেশযাত্রা করেননি তিনি। বিলাসপুরের ওই বাসিন্দা আজাদ হিন্দ এক্সপ্রেসে কলকাতা পৌঁছেছিলেন বলে জানা গিয়েছে।

সোমবার বেলা বাড়তে ওই প্রৌঢ়ের ব্যাপক শ্বাসকষ্ট শুরু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এর পরই মৃত্যু হয় তাঁর।

কলকাতা লাগোয়া বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই প্রৌঢ়ের দেহে গত শনিবার করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় সপ্তাহখানেক আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এসেছিলেন তিনি। সঙ্গে শুকনো কাশি ছিল তাঁর। ওই প্রৌঢ়ের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল বলে জানা গিয়েছে। গত ১৯ মার্চ শ্বাসকষ্টের সমস্যা বাড়লে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

প্রৌঢ়ের দেহে করোনার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতেই তাঁর স্ত্রী, মা ও পরিচারিকাকে আইসোলেশনে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রৌঢ়ের বাড়ির পরিচারিকার পরিবারের সদস্যের নমুনাও।

বন্ধ করুন