বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সোমবার থেকে শুরু ১২-১৪ বয়সিদের টিকাকরণ, কী কী করতে হবে? জানালেন ফিরহাদ

সোমবার থেকে শুরু ১২-১৪ বয়সিদের টিকাকরণ, কী কী করতে হবে? জানালেন ফিরহাদ

সোমবার থেকে শুরু হচ্ছে ১২-১৪ বছর বয়সীদের টিকা। 

কলকাতার মোট ৩৭ টি ভ্যাকসিন কেন্দ্র থেকে কর্বিভ্যাক্স টিকা দেওয়া হবে। 

রাজ্যে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। এর আগে, রাজ্যে ১৫ বছরের ঊর্ধ্বে কিশোর-কিশোরীদের টিকাকরণ শুরু হয়েছে। এখনও সেই টিকাকরণ চলছে। তবে ১৫ বছরের নীচে ছোটদের এই প্রথম টিকাকরণ শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। কলকাতার চেতলা গার্লস হাইস্কুল থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, কলকাতার মোট ৩৭ টি টিকাকরণ কেন্দ্র থেকে Corbevax টিকা দেওয়া হবে।

এনিয়ে স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগেই। এবার কলকাতা পুরসভার তরফেও বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হল। প্রয়োজনে কোনও স্কুল চাইলে সেই সমস্ত স্কুলকে কলকাতা পুরসভার পক্ষ থেকে টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ। এর জন্য সংশ্লিষ্ট স্কুলকে স্কুল শিক্ষা দফতরের কাছে আবেদন করতে হবে। এখন কলকাতায় কোভ্যাক্সিনের চাহিদা খুব একটা নেই। সেই কারণে আপাতত দুই সপ্তাহের জন্য কোভ্যাক্সিনের টিকাকরণ বন্ধ থাকছে।

ছোটোদের টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণ এর বিষয়ে থাকছে একই নিয়ম। অর্থাৎ কো উইন পোর্টালে নাম নথিভুক্ত করে তারপর অনলাইনে টিকা নেওয়ার সময় বেছে নিতে হবে। যদি সেক্ষেত্রে তার পরিবারের কোনও সদস্যের নাম আগে থেকে নথিভুক্ত থাকে তাহলে সেখান থেকেও টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তাছাড়া, নতুন করেও নাম নথিভুক্ত করাতে পারবেন। টিকাকেন্দ্র গিয়ে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার ব্যবস্থা থাকছে। উল্লেখ্য, গত মাসেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৪ বছরের বয়সীদের জন্য করোনা টিকা কর্বোভ্যাক্সে চূড়ান্ত ছাড়পত্র দেয়। নিয়মানুযায়ী, ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে।

বাংলার মুখ খবর

Latest News

এত কম ফি এখানে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে এসে প্রশ্ন তুলল ন্যাকের দল এবার শ্রাদ্ধ পক্ষে মাতৃ নবমী কবে? কেন এত বিশেষ এই তিথি, জেনে নিন বিশদে গিয়েছেন পুরী, কিন্তু কোথায় ছিলেন? হোটেল ঘুুরিয়ে দেখালেন রাজা-মধুবনী হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে? মাত্র ১৫ ম্যাচ ODI খেলা ক্রিকেটারকেই অধিনায়ক করল ECB…অজি সিরিজের দায়িত্বে ব্রুক! ‘পিরিয়ডস হলেই অশুচি! ঠাকুরঘরে ঢোকা ছিল নিষেধ, এটা নিয়ে বাড়িতে কথাও বলা যেত না’ কিছু ক্ষেত্রে UPIতে লেনদেনের সর্বোচ্চ সীমা বেড়ে ৫ লাখ, সোমবার থেকে নয়া নিয়ম আগামিকাল ভাদ্র সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হবে মা মনসা, জেনে নিন এই পুজোর মহত্ব শিশুর মায়ের পোশাক খুলে নেওয়ার চেষ্টা সরকারি হাসপাতালে, গ্রেফতার ওয়ার্ড বয় কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের!ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.