কলকাতায় নির্মীয়মাণ ট্রাম্প টাওয়ারের ১৪ কোটি টাকা সম্পত্তি কর বকেয়া বলে জানা গেল। এর জেরে এবার সেই ভবনের ড্রেন লিঙ্ক বিলম্বিত করা হয়েছে। এদিকে এই বকেয়া ইস্যুতে ট্রাম্প টাওয়ার তৈরি করা সংস্থা আদালতে গিয়েছে। প্রসঙ্গত, এই প্রোজেক্টের কাজ এমনিতেই পরিকল্পিত সময়সূচির থেকে পিছিয়ে আছে। এদিকে পুরসভা ড্রেন লিঙ্ক দিতে বিলম্ব করায় এই প্রকল্পের কাজ আরও দেরি হতে পারে। (আরও পড়ুন: এখনও বকেয়া ৮৪.৩ কোটি ডলার, আদানির দেনার দায়ে হাবুডুবু খাচ্ছে ইউনুসের সরকার)
আরও পড়ুন: 'শেখ হাসিনা আবার আসবে', আচমকাই ভেসে উঠল খুলনা রেল স্টেশনের বোর্ডে!
কলকাতায় এই ট্রাম্প টাওয়ার প্রকল্পটি সায়েন্স সিটির এলাকায় আছে। মোট ৩৯ তলার এই বিল্ডিংটিতে ১৩৭টি ফ্ল্যাট আছে। এক একটি ফ্ল্যাটের আয়তন ২০৮১ বর্গফুট থেকে ২৭০৪ বর্গফুট পর্যন্ত। এই ট্রাম্প টাওয়ারে একেকটা ফ্ল্যাটের দাম ৩.৭ কোটি থেকে ৭ কোটি পর্যন্ত। এই গোটা প্রকল্পটি ৩০ কাঠা প্লটের ওপর তৈরি হচ্ছে। এদিকে বকেয়া নিয়ে কলকাকা পুরসভার এক আধিকারিক বলেন, 'ট্রাম্প টাওয়ারের থেকে কলকাতা পুরসভা সম্পত্তি কর বাবদ ১৩ কোটি টাকা পায়। আর তার সঙ্গে ইন্টারেস্ট এবং পেনাল্টি মিলিয়ে আরও ১ কোটি টাকা দিতে হবে তাদের। এই আবহে মোট ১৪ কোটির বিল পাঠানো হয়েছে তাদের।' (আরও পড়ুন: 'আরজি কর মামলায় আরও জোরালো তথ্যপ্রমাণ সহ সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে CBI')
আরও পড়ুন: 'যতদিন আন্দোলনের চাপ ছিল, তদন্ত সঠিক পথে চলেছিল', বললেন আরজি করের নির্যাতিতার মা
উল্লেখ্য, ২০১৭ সালে আমেরিকার ৪৫তম রাষ্ট্রপতি হয়েছিলেন রিপাবলিকান শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প। আর তার পরের বছর অর্থাৎ ২০১৮ সালে কলকাতায় এসে ট্রাম্প সংস্থার নির্মাণ প্রকল্প 'ট্রাম্প টাওয়ার'-এর উদ্বোধন করে গিয়েছিলেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। সেই সময় কলকাতার ট্রাম্প টাওয়ার বেশ চর্চার আলোয় থাকলেও সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়নি। তবে ফের মার্কিন মসনদে ট্রাম্প। এই আবহে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন ট্রাম্প টাওয়ারে বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের কাজ ও বিক্রি আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। (আরও পড়ুন: ১৯৭৮ থেকে বন্ধ ছিল দরজা, সম্ভলে সেই মন্দির পুনরায় খুলে দিলেন আধিকারিকরা)
উল্লেখ্য, আমেরিকা বাদে 'ট্রাম্প' ব্র্যান্ডের সবথেকে বেশি প্রোজেক্ট রয়েছে ভারতে। আর ভারতে এই সব প্রোজেক্টের দায়িত্বে আছে ট্রিবেকা নামক এক সংস্থা। কলকাতার প্রকল্পটি ট্রিবেকার সঙ্গে আরডিবি গড়ছে। ট্রিবেকা হল ভারতে ট্রাম্প ব্র্যান্ডের পার্টনার। আর ট্রিবেকার প্রধান কল্পেশ মেহতা সম্প্রতি জানান, ভবিষ্যতে আরও ৬টি ট্রাম্প টাওয়ার গড়ে উঠবে ভারতে। এই প্রোজেক্টগুলি মোট ১৫ হাজার কোটি টাকায় বিকোতে পারে বলে জানান তিনি। এই প্রোজেক্টগুলির মোট আয়তন আট মিলিয়ন বর্গ ফুট হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই দেশে ট্রাম্প ব্র্যান্ডের ৪টি প্রোজেক্ট আছে। যার আয়তন তিন মিলিয়ন বর্গ ফুট।