মার্চে দিন যত এগোচ্ছে, ততই অস্বস্তিকর গরম বাড়ছে রাজ্যে৷ এর মাঝে রাজ্যের দিকে পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে৷ তবে জানা গিয়েছে, ঝঞ্ঝার প্রভাব দীর্ঘস্থায়ী হবে না৷ এই আবহে এই ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর৷
শুক্রবারের দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ জিগ্রি। তা হলে এই মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে গরম দিন হবে আজ। এর আগে গত কয়েকদিন ধারাবাহিক ভাবে পারদ ৩৩ ডিগ্রি ছুঁলেও ৩৪-এর গণ্ডি পার করেনি। তবে আজ প্রথমবার কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি স্পর্শ করতে পারে। এদিকে আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এর আগে বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। ভোরের দিকে এখনও হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই গরম বোধ হচ্ছে। এদিকে তাপমাত্রার পারদের সঙ্গে ক্রমেই বাড়ছে গরমের অস্বস্তি৷ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দিন এবং রাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে হালকা ঘাম হচ্ছে শরীরে। গলা শুকিয়ে যাচ্ছে দ্রুত।