বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতায় খোঁজ মিলল প্রথম করোনাভাইরাস রোগীর, আক্রান্ত বিলেত ফেরৎ তরুণ

কলকাতায় প্রথম কোরনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলল। আক্রান্ত যুবক ইংল্যান্ড থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। সোমবার তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষায় পাঠানো হয়। বিকেলে পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে দেখা যায় তাঁর দেহে রয়েছে করোনাভাইরাসের উপস্থিতি।

দেহে করোনাভাইরাসের উপস্থিতি মেলার পর তরুণকে বিশেষ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সঙ্গে তাঁর মা-বাবা ও গাড়ির চালককে কোয়ারেনটাইনে রাখতে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তরুণের মা পশ্চিমবঙ্গ সরকারের পদস্থ আধিকারিক।

জানা গিয়েছে, তরুণের বান্ধবী ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হন। তার পর দেশে ফেরেন তিনি। গত কালই তাঁকে হাসপাতালে ভর্তি করতে বলেছিল স্বাস্থ্য দফতর। কিন্তু মঙ্গলবার ভর্তি হন তিনি। এর পরই তাঁর দেহে মিলল করোনার অস্তিত্ব। তবে তরুণের সংক্রমণের কোনও লক্ষণ ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকরা।


বন্ধ করুন