বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > IAS পরিচয়ে অভিযান, ভেজাল পেট্রল বাজেয়াপ্ত করেছিলেন ভুয়ো টিকাকাণ্ডের দেবাঞ্জন

IAS পরিচয়ে অভিযান, ভেজাল পেট্রল বাজেয়াপ্ত করেছিলেন ভুয়ো টিকাকাণ্ডের দেবাঞ্জন

ভুয়ো IAS দেবাঞ্জন দেব।

যতদিন যাচ্ছে, ততই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবের নানা কীর্তিকলাপ প্রকাশ্যে আসতে শুরু করেছে।

যতদিন যাচ্ছে, ততই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবের নানা কীর্তিকলাপ প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার চোরের উপর বাটপাড়ির অভিযোগ উঠল দেবাঞ্জনের বিরুদ্ধে। কীভাবে?‌ ভুয়ো আইএএস অফিসারের পরিচয়ে ভেজাল পেট্রোল ধরতে অভিযানও চালিয়েছিল দেবাঞ্জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাঞ্জন জানতে পারেন ভেজাল পেট্রল বিক্রি হচ্ছে। ‌সেটা জানার পর ঘটনাস্থলে অভিযান চালান তিনি। সেখানে গিয়ে আইএএস পরিচয়ও ব্যবহার করে বলে অভিযোগ। হুমকি দিয়ে ভেজাল পেট্রলের ব্যবসা সেখানে বন্ধ করিয়ে দেন তিনি। বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণে ভেজাল পেট্রোলও।

এরই মধ্যে কলকাতা পুলিশের কাছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের এফআইআর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, কোন কোন থানায়, এই ভুয়ো ব্যক্তির বিরুদ্ধে ক’টি এফআইআর দায়ের হয়েছে? তদন্তে কী কী তথ্য মিলেছে? এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে ইডির তরফে ই মেল করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, গ্রেফতার হওয়ার পর এফআইআরের সব কপি চেয়ে পাঠানো হয়েছে।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, দেবাঞ্জনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তারা আর্থিক প্রতারণার মামলাও রুজু করবে। আর্থিক তছরূপ আইনের আওতায় এফআইআর করে দ্রুত তদন্ত শুরু করতেই কলকাতা পুলিশকে ইমেল করেছে ইডি।

বন্ধ করুন