বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চাষিদের ২৫০ কোটি টাকা অ্যাকাউন্টে পাঠাল নবান্ন, ৩ লক্ষ কৃষককে বরাদ্দ মমতা সরকারের

চাষিদের ২৫০ কোটি টাকা অ্যাকাউন্টে পাঠাল নবান্ন, ৩ লক্ষ কৃষককে বরাদ্দ মমতা সরকারের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি, সৌজন্যে পিটিআই)

তার প্রাক্কালে এমন সহায়তা পেয়ে খুশি কৃষক পরিবারগুলি। তাছাড়া যে কোনও সময় প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। তখন বিপদে পড়ে যাবে কৃষক পরিবারগুলি। এছাড়া সারের দামও বেড়ে গিয়েছে। তাই চাষ করতে বেশ চাপেই আছে বাংলার চাষীরা। এইসব নানা দিক বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা করা হল বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘কৃষকবন্ধু’ প্রকল্প এখন দেশের অন্যান্য রাজ্যের কাছেও মডেল প্রকল্প হয়ে উঠেছে। ২০১৯ সালে ‘কৃষকবন্ধু’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ বছরে এই প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকদের হাতে মোট ১৭ হাজার কোটি টাকা তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপর শুক্রবার ৩ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা করল রাজ্য সরকার। এমনকী মারা যাওয়া প্রায় ১০ হাজার কৃষকের পরিবারকে এই প্রকল্পের অধীনে ২ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

কৃষকবন্ধু প্রকল্পে প্রত্যেক বছর ৪ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া কোনও কৃষক মারা গেলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। সামনে পঞ্চায়েত নির্বাচন। তার প্রাক্কালে এমন সহায়তা পেয়ে খুশি কৃষক পরিবারগুলি। তাছাড়া যে কোনও সময় প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। তখন বিপদে পড়ে যাবে কৃষক পরিবারগুলি। এছাড়া সারের দামও বেড়ে গিয়েছে। তাই চাষ করতে বেশ চাপেই আছে বাংলার চাষীরা। এইসব নানা দিক বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা করা হল বলে মনে করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ নবান্ন সূত্রে খবর, গত ২৬ এপ্রিল প্রায় ৯৩ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠিয়েছিল রাজ্য সরকার। তারপরেও আরও কিছু কৃষকের নাম সংযুক্ত হয়। শুক্রবার তাঁদেরকেই মোট ৯৩.৫১ কোটি টাকা পাঠানো হয়েছে। আবার ৭ হাজার ২৭৪ জন কৃষকের পরিবারকে মোট ১৫৫ কোটি টাকা পাঠানো হয়েছে। এই ধাপে মোট প্রায় ২৫০ কোটি টাকার সহায়তা প্রদান করা হল। গত ২৬ এপ্রিল এরকম ২ হাজার ৭১২টি পরিবারকে ৫৪ কোটি টাকার সহায়তা প্রদান করেছিল রাজ্য।

ঠিক কী বলছেন কৃষিমন্ত্রী?‌ রাজ্যের কৃষি দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই অধিকাংশ জায়গায় বোরো ধান কাটার কাজ শেষ হয়েছে। মোট চাষ হওয়া ১২.৮৬ লক্ষ হেক্টর জমির মধ্যে ধান কাটার কাজ শেষ হয়ে গিয়েছে ১১.৬০ লক্ষ হেক্টর জমিতে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এই প্রকল্প মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে, তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে।’ রাজ্যে কৃষিক্ষেত্রে যন্ত্রপাতি বিশেষত কম্বাইন্ড হার্ভেস্টার ব্যবহারের জন্যই দ্রুত এই কাজ সম্ভব হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

দেখি যায়েগি! কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়েছে শুনে আর কী বলেছিলেন রাহুল? 'এটা আমাদের বাড়ির ঐতিহ্য নয়…' ভাইজি অঞ্জিনীর ছবির প্রিমিয়ারে কেন এমন বললেন বরুণ? ‘বিশেষ ইস্যু….’, সন্ধ্যায় তরুণীর ময়নাতদন্তের জন্য চিঠি পুলিশের, চাননি বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল SSCর ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ইমার্জেন্সির মুক্তি জটের মাঝেই বাড়ি বেচলেন কঙ্গনা, টাকার দরকার BJP সাংসদের? রেললাইনের উপর সিমেন্টের বিরাট ব্লক, ছুটে আসছিল মালগাড়ি…পুজোর আগে নাশকতার ছক? ‘সারা রাত মৃতদেহ ঝুলেছিল, ৮ ঘণ্টা পরে..’, ছাত্র মৃত্যুতে ফুঁসছে IIT গুয়াহাটি ‘আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব…আপনাদের চিকিৎসা দরকার’, ট্রোলারদের পালটা ডোনা সন্দীপের হাজিরাকে ঘিরে বিক্ষোভে উত্তাল আলিপুর আদালত, দেখানো হল হাওয়াই চটি ভিজে ঘাস তুলে মাঠ মেরামতির চেষ্টা ব্যর্থ, ভেস্তে গেল AFG vs NZ ২য় দিনের খেলাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.