বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kunal Ghosh on Justice Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আর বিচার করার অধিকার নেই, তাঁর রাজনীতি করা উচিত: কুণাল

Kunal Ghosh on Justice Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আর বিচার করার অধিকার নেই, তাঁর রাজনীতি করা উচিত: কুণাল

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণে কুণাল ঘোষ। সংগৃহীত ছবি

কুণাল লিখেছেন, ‘বিচারপতি গাঙ্গুলি কি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন? দিয়ে থাকলে তিনি রাজনৈতিক নেতাদের মত আচরণ করেছেন। বলল সুপ্রিম কোর্ট। রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। এর সঙ্গে আরও কড়া মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। এই কথাই তো সবিনয়ে বলে আসছিলাম এতদিন'।

বিচারাধীন বিষয়ে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে থাকলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই মামলার শুনানি করার আর অধিকার নেই। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার দুপুরে টুইটারে জোড়া টুইটে বিচারপতিকে আক্রমণ করেন তিনি। সপ্তাহান্তে তাঁর সঙ্গে বিচারপতির হাত মেলানোর ছবি টুইট করে ছুড়ে দেন কটাক্ষ।

এদিন কুণাল লিখেছেন, ‘বিচারপতি গাঙ্গুলি কি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন? দিয়ে থাকলে তিনি রাজনৈতিক নেতাদের মত আচরণ করেছেন। বলল সুপ্রিম কোর্ট। রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। এর সঙ্গে আরও কড়া মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। এই কথাই তো সবিনয়ে বলে আসছিলাম এতদিন'।

আরেকটি টুইটে তিনি লেখেন, ‘সুপ্রিম কোর্টের আজকের বক্তব্যের পর বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের উচিত বিচারব্যবস্থা থেকে বেরিয়ে সরাসরি রাজনীতি করা। বিচার চালানোর কোনো নৈতিক অধিকার তাঁর নেই।’

সোমবার আইনজীবী মুকুল রোহতগির এক আবেদনের ভিত্তিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বলে। কোনও বিচারপতি তাঁর কাছে বিচারাধীন কোনও বিষয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন না। তেমনটা করে থাকলে সেই মামলা তাঁর বেঞ্চ থেকে সরিয়ে ফেলা উচিত।

 

বন্ধ করুন