লোকসভায় অধীরের সরব হওয়ার পরেই কুণাল ঘোষ বলেন, ‘অধীর চৌধুরী যা করেছেন তার পিছনে একটা রাজনীতি রয়েছে। সংসদে অধীর চৌধুরীকে দিয়ে বলানোর সুযোগ করে দিয়েছে বিজেপি।’ কুণালের দাবি, অধীরকে ব্যবহার করেছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম হাত মিলিয়ে বাংলাকে কলুষিত করতে চাইছে বলেও অভিযোগ করেছেন কুণাল ঘোষ।
পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিয়ে অধীর যেভাবে তদন্তের দাবি জানিয়েছেন তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কুনাল ঘোষ। সেপ্রসঙ্গে কুণালের কটাক্ষ, ‘আজকে অধীর চৌধুরীর মন্তব্যে কংগ্রেসের যে সাংসদরা টেবিল চাপড়েছেন তাদের উদ্দেশ্যে বলব যদি কেন্দ্রীয় এজেন্সির প্রতি আপনাদের এত ভরসা থাকে তাহলে যখন সেই এজেন্সি আপনাদের বিরুদ্ধে তদন্তে যায় সেগুলোকে স্বাগত জানান না কেন!' পাশাপাশি, ঝালদার কাউন্সিলর খুনে কাউকেই রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। কুণাল ঘোষ জানান এ ঘটনায় তদন্তকারীরা খতিয়ে দেখছেন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার পুরুলিয়ায় ১২ ঘন্টার বনধ ডেকেছে কংগ্রেস। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাড় দেওয়া হচ্ছে। তপন কান্দু এবার কংগ্রেসের টিকিটে দুই নম্বর ওয়ার্ড থেকে জিতে জয়ী হয়েছিলেন। তার বিরুদ্ধে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তার ভাইপো দীপক কান্দু। কিন্তু, তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি। তার বিরুদ্ধে এই ঘটনায় খুনের অভিযোগ ওঠে।