বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বামপন্থী পরিচয় দিয়ে আগে তৃণমূলের টিকিট নেননি ‘সুবিধাবাদী' মিঠুন, দাবি কুণালের

বামপন্থী পরিচয় দিয়ে আগে তৃণমূলের টিকিট নেননি ‘সুবিধাবাদী' মিঠুন, দাবি কুণালের

মিঠুন চক্রবর্তী, পাশে সুকান্ত মজুমদার (PTI)

কুণাল ঘোষ বলেন, ‘এই সময় হোটেল আগে থেকে বুকিং থাকে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে ত্রিপুরার প্রসঙ্গ টেনে কুণাল বলেন, ‘ত্রিপুরাতেও আমরা গেলে হোটেল ভাড়া পাই না। বিজেপির গুন্ডাদের হোটেলে পাঠানো হয়।’

অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বালুরঘাটে হোটেলে না পাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে কুণালের কটাক্ষ, ‘উনি সুবিধাবাদী রাজনীতি করছেন। উনি রাজনীতিতে বিশ্বাসঘাতক, বেইমান।’ একইসঙ্গে বালুরঘাটে হোটেল ভাড়া না দেওয়া নিয়েও জবাব দেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: ‘‌তৃণমূল বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন’‌, নিজের দাবিতে এখনও অনড় মিঠুন

একাধিক পুজোর উদ্বোধনের জন্য মিঠুন চক্রবর্তী উত্তরবঙ্গে যাওয়ার আগেই সার্কিট হাউস বুকিং নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এমনকি বালুরঘাটের কোনও হোটেল মালিক মিঠুন চক্রবর্তীকে ঘর ভাড়া দিতে চাননি বলে অভিযোগ উঠেছিল। তাতে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছিল বিজেপি। মিঠুন চক্রবর্তীও লাগাতার তৃণমূলকে আক্রমণ করেছিলেন। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘এই সময় হোটেল আগে থেকে বুকিং থাকে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে ত্রিপুরার প্রসঙ্গ টেনে কুণাল বলেন, ‘ত্রিপুরাতেও আমরা গেলে হোটেল ভাড়া পাই না। বিজেপির গুন্ডাদের হোটেলে পাঠানো হয়।’

অন্যদিকে, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতি করার অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মিঠুন তখন বলেছিলেন আমি বামপন্থী। কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে উনি আমার সঙ্গে মহাকরণে গেলেন তখন ওনাকে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভায় পাঠানো হল।’ কুণালের কটাক্ষ, ‘উনি বেইমানি করেছেন, বিশ্বাসঘাতক করেছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন মমতা আমার বোন, আমি ওনার সম্মান রাখবো। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে পারেননি।’

বন্ধ করুন