বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kunal Ghosh: TVতে মুখ দেখা যায় তারাই কেন SIT-এ? প্রশ্ন কুণালের

Kunal Ghosh: TVতে মুখ দেখা যায় তারাই কেন SIT-এ? প্রশ্ন কুণালের

সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)

যিনি প্রতিটি টিভি বিতর্কে যিনি রাজ্য সরকারের বিরোধিতা করে চলেছেন, আদালতের নিয়োগ মানে কী? আমি টিভি দেখব। টিভিতে এই সরকারকে গালাগাল করা হচ্ছে তাঁকে আমি নেব। এটা তো আদালতের নিয়োগের কোনও পদ্ধতি হতে পারে না।

টিভিতে লাগাতার সরকার বিরোধিতা করেন এমন ব্যক্তিকে কালিয়াগঞ্জে নাবালিকার রহস্যমৃত্যুর তদন্তে নিয়োগ করা হল। প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এত নিয়োগ নিয়ে মামলা চলছে। তাহলে আদালতও নিয়োগের স্বচ্ছতা বজায় রাখুক।

এদিন কুণালবাবুকে বলতে শোনা যায়, ‘আদালত যদি সিট গঠন করেন তাহলে সেই সিট কাদের নিয়ে গঠন হচ্ছে, প্রত্যেকেই যোগ্য ও সম্মানীয়, সবই ঠিক আছে। কিন্তু আদালতের কাছে যদি টিভিতে মুখ দেখানো ও সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করাটা যোগ্যতামান বলে গণ্য হয় তাহলে খুবই দুঃখিত। আমি কাউকে ছোট করছি না। দময়ন্তী সেনকে নিয়ে কোনও প্রশ্ন নেই। ডক্টর উপেন বিশ্বাসকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি। যিনি প্রতিটি টিভি বিতর্কে যিনি রাজ্য সরকারের বিরোধিতা করে চলেছেন, আদালতের নিয়োগ মানে কী? আমি টিভি দেখব। টিভিতে এই সরকারকে গালাগাল করা হচ্ছে তাঁকে আমি নেব। এটা তো আদালতের নিয়োগের কোনও পদ্ধতি হতে পারে না। এত নিয়োগ নিয়ে মামলা চলছে। তাহলে আদালতও নিয়োগের স্বচ্ছতা বজায় রাখুক’।

যদিও একই অভিযোগ রয়েছে কুণালের বিরুদ্ধেও। অভিযোগ, সারদা গোষ্ঠীর সংবাদমাধ্যমের সিইও থাকাকালীন একদা নিয়মিত টিভিতে মুখ দেখা যেত তাঁর। সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ হন তিনি। এর পর সরাসরি তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য হন। গ্রেফতারির পর জেল হেফাজতে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করেন। জেল থেকে মুক্ত হয়ে রাখ ঢাক না রেখে তৃণমূলে যোগদান করেন তিনি। টেলিভিশন ছাড়লেও দলের মুখপাত্র হয়ে রোজ টিভিতে মুখ দেখানোর ব্যবস্থা করে নেন তিনি।

 

বন্ধ করুন