মুকুল রায় বিজেপিতেই আছেন। দলত্যাগবিরোধী আইন প্রয়োগের দাবির তদন্ত শেষে শুক্রবার এমনই জানিয়েছেন বিধানসভার স্পিকার। তার কয়েকঘণ্টার মধ্যেই সারদা ও নারদ মামলায় মুকুল রায়ের গ্রেফতারির দাবি তুললেন তৃণমূলে মুখপাত্র কুণাল ঘোষ। এই দাবি জানিয়ে তিনি সিবিআই ও ইডিকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন কুণাল।
শুক্রবার এক টুইটে কুণাল লেখেন, সিবিআই ও ইডির বিজেপি নেতা মুকুল রায়কে সারদা ও নারদ মামলায় গ্রেফতার করা উচিত। আমাকে মুকুল রায়ের মুখোমুখি বসিয়ে জেরার আবেদন জানিয়ে ইতিমধ্যে তাদের চিঠি দিয়েছি। উনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রকারী। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উনি বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করেছেন। মুকুল রায়কে ছাড়া উচিত নয়।
এর আগেও একাধিকবার মুকুলের বিরুদ্ধে মুখ খুলেছেন কুণাল। তাঁর অভিযোগ, মুকুল রায় সারদার অন্যতম ষড়যন্ত্রকারী। সারদার অন্যতম ডিরেক্টর মনোজ নাগেলের মুখেও শোনা গিয়েছে মুকুল রায়ের নাম। তাঁর দাবি, এক দিনে সুদীপ্ত সেনের কাছ থেকে ৮০ কোটি টাকা নিয়েছিলেন মুকুল রায়।
কুণালের বক্তব্য নিয়ে মুকুল রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।