তরুণী সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে কেন এখনও প্রবীণ সিপিএম নেতা (যদিও দল তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি) তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করা হল না? এই প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় সুর চড়ালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
উল্লেখ্য, রবিবার একটি ফেসবুক লাইভ করেন এক তরুণী সাংবাদিক। তাতে তাঁর অভিযোগ, এদিন সকালে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার নিতে গিয়ে চরম লাঞ্ছনার শিকার হতে হয় তাঁকে।
ওই তরুণী জানান, প্রবীণ ওই রাজনীতিক তাঁর কোলে বসে পড়েন! অন্যদিকে, সিপিএম নেতাও কার্যত এই ঘটনা স্বীকার করে নেন। যদিও তাঁর সাফাই, যা করেছেন, 'ইয়ার্কি' করেই করেছেন!
স্বাভাবিকভাবেই এ নিয়ে সিপিএম নেতার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অন্যদিকে, দলের অন্দরেও এই ঘটনায় তন্ময়ের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা হয়, সেই দাবিতে চাপ বাড়তে থাকে।
সাঁড়াশি চাপের মুখে তন্ময় ভট্টাচার্যকে আপাতত সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দলীয় নেতৃত্ব। এই প্রেক্ষাপটে সমাজমাধ্যমে সরব হয়েছেন কুণাল ঘোষ। তাঁর এক্স অ্যাকাউন্টে এই ইস্যুতে একের পর এক পোস্ট করেছেন কুণাল।
এর মধ্যে রবিবার রাত ৮টা ৩৩ মিনিটে কুণাল তাঁর এক্স পোস্টে লিখেছেন, 'তরুণী সাংবাদিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত সিপিএমের মহান কমরেড, সদ্য বরানগরে প্রার্থী হওয়া তন্ময় ভট্টাচার্য। ক'দিন ধরে নাটক করা, জ্ঞান দেওয়া, বাণী ছড়ানো, রাত জাগা সিপিএমের চারাপোনাদের পোস্ট কই? হবে নাকি গ্রেপ্তার চেয়ে মানববন্ধন? বানতলা, ধানতলা, কোচবিহার, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে সুশান্তর খাট হয় এখন তন্ময়; সিপিএম আছে সিপিএমেই।'
সম্প্রতি আর জি করের ধর্ষণ ও খুনের ঘটনায় বাম মনোভাবাপন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে বাম নেতা, কর্মী - অনেকেই গণ-আন্দোলনের পক্ষে থেকে সওয়াল করেছেন।
কুণালের খোঁচা, সেই একই প্রতিবাদীরা তরুণী সাংবাদিকের শ্লীলতাহানির ঘটনায় আদৌ আন্দোলনে সামিল হবেন কি?
এরপর রাত ৯টা ০৭ মিনিটে আরও একটি এক্স পোস্ট করেন কুণাল। তাতে তিনি সরাসরি প্রশ্ন তোলেন রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে!
কুণালের বক্তব্য, 'কেন এখনও তন্ময় ভট্টাচার্য গ্রেপ্তার হননি? @WBPolice , অনেক আগেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্যাতিতা সাংবাদিক বয়ান দিয়েছেন। তারপরেও কেন গ্রেপ্তার নয়? আমরা রাজনীতি করতে চাই না। না হলে সটান থানায় যেতে পারতাম। পুলিশ কেন এখনও সিপিএমের কমরেডটিকে গ্রেপ্তার করেনি? জামিনের পর না হয় মীনাক্ষীরা ফুলমালা নিয়ে সম্বর্ধনা দিতে যাবে। কিন্তু আগে গ্রেপ্তার করে তরুণীকে ন্যায়বিচার দিন।'
কুণাল ঘোষ তাঁর এই পোস্টটি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকেও ট্যাগ করেছেন। একইসঙ্গে খোঁচা দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো তরুণ বামনেত্রীকেও। কিছু দিন আগেও যাঁকে আর জি কর কাণ্ডের প্রতিবাদী আন্দোলনে একেবারে সামনের সারিতে দেখা গিয়েছিল।