গতকালই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের ‘ভুয়ো খবর’ পোস্ট করেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনায় এবার পার্থবাবুর নাম করে শ্লেষাত্মক টুইট করলেন কুণাল ঘোষ। মনমোহনের প্রয়াণ নিয়ে করা ‘ভুল পোস্ট’ সম্পর্কে পার্থবাবু নিজের ঘনিষ্ট মহলে জানান যে তাঁর ভুল হয়েছে। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা মুছে দেন তিনি। তবে তা সত্ত্বেও কুণাল ঘোষ নাম না করে পার্থবাবুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন।
উল্লেখ্য, গতকাল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ‘প্রয়াত’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়ান রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’ ঘটনায় মন্ত্রীকে ‘ট্রোল’ করতে শুরু করেন নেটিজেনরা। এর কিছুক্ষণ পরে পার্থ চট্টোপাধ্যায়ের ‘ফেসবুক ওয়াল’ থেকে উড়ে যায় পোস্টটি।
এই ঘটনার প্রেক্ষিতে নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে টুইঠ করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘যে বা যাঁরা তাঁর মৃত্যুসংবাদ ছড়ালেন, আগ বাড়িয়ে শোক জানালেন, সেই দায়িত্বজ্ঞানহীনদের ধিক্কার জানাই।’ এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, কুণাল ঘোষ কি এই টুইটটি দলের ‘অনুমোদন’ নিয়ে করেছেন নাকি তা সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত। প্রসঙ্গত, তৃণমূলের অন্দরে কান পাতলে কুণাল ও পার্থর ‘মতানৈক্যের’ বিষয়টি শোনা যায়। এই আবহে ফের এক ‘ভুল পোস্ট’ ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের দুই নেতার ‘দ্বন্দ্ব’।