আরজি কর কাণ্ডের আবহে এবর রোদ্দুর রায়কে চ্যালেঞ্জ কুণাল ঘোষের! সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে কু-কথা বলার দীর্ঘ ইতিহাস রয়েছে রোদ্দুর রায়ের। এমনকী রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেও গালি জুড়ে দিতে শোনা গিয়েছে তাঁকে। এহেন রোদ্দুর রায় সম্প্রতি কুণাল ঘোষকে নিয়ে অ-কথা, কু-কথা ববেছিলেন বলে অভিযোগ ওঠে। আর সেই পরিপ্রক্ষিতে এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তার জবাব দিলেন কুণাল ঘোষ। প্রায় তাঁরই সুরে রোদ্দুরকে 'হুঁশিয়ারি' দিয়ে কুণাল ঘোষ নিজের 'গালির স্টক' নিয়ে পোস্ট করেন এক্স-এ। (আরও পড়ুন: 'দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে', আরজি কর আন্দোলনের মাঝে বিস্ফোরক সুকান্ত)
আরও পড়ুন: একের পর এক 'ফোল্ডার', সত্যি সন্দীপের ল্যাপটপ থেকে মিলেছে নাকি 'ওসব'?
আরও পড়ুন: সিজার তালিকা বলছে 'আছে', পোস্টমর্টেম বলল 'নেই', রহস্য নির্যাতিতার পোশাক নিয়ে
গতরাতে করা সেই পোস্টে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ লেখেন, ‘রোদ্দুর রায় নামে জোকারটি আমাকে গাল দিয়েছে শুনলাম। ভাই, তুমি যে সব খারাপ কথা বলে কিছু ছাগলের কাছে হিরো হও, ওসব পর্ব ছেলেবেলায় পার করে এসেছি। এখন খবর, প্রবন্ধ, গল্প, উপন্যাস, এসব লিখি। চাকরি করি। তার মানে এই নয় যে ব, খ, গ এগুলো জানি না। গালাগালি দিতে এসো না; কানে আঙুল দিতে হবে।’
এদিকে এর আগে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে চড় মারার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। পরে সেই হুঁশিয়ারিরও পাল্টা জবাব দিয়েছিলেন কুণাল। এর আগে একটি ভাইরাল ভিডিয়োতে পাপিয়া অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, 'কুণাল ঘোষকে ওর জায়গা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিতে হবে। একটা জেলখাটা আসামী। আজকে অন্তত কথা বলবেন না কুণাল ঘোষ। এতগুলো মেয়ে কিন্তু বাইরে থাকে। একবার আপনার যেটুকু চুল আছে সেটা ধরে যখন মাটিতে নামিয়ে দেবে তখন বুঝতে পারবেন আপনি কে। আপনি আর কথা বলবেন না। আপনাকে দিয়ে যারা কথাগুলি বলাচ্ছে তারা আপনার কেউ নয়। বাঁচালে আমরাই বাঁচাবো, সাধারণ মানুষ। তা না হলে একেকটা চপেটাঘাতে আপনি কোথায় যাবেন তা জানেন না।'
আর এরপর কুণাল এর জবাবে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'দেখলাম। মহিলা বলে সুযোগ নিলেন। চড়??? মনে রাখলাম। আরজি করে কোনো অন্যায় সমর্থন করিনি। ভুলকে ভুল বলেছি। ন্যায়বিচার চাই। ধানতলা, বানতলায় কোথায় ছিলেন???? হ্যাঁ, জেলে ছিলাম। দোষী নই। লড়ছি আইনে। আর জোড়া খুনের সাজাপ্রাপ্ত ১২ বছর জেলে থাকা কমরেডকে নিয়ে বিচার মিছিল? নাটক করছেন। পাপিয়া অধিকারী নামে এক প্রাক্তন নায়িকা, একদা সিপিএম, পরে বোধহয় বিজেপি প্রকাশ্যে আমাকে চড় মারবেন, চুল ধরে টানবেন, মানে খামচাখামচি টাইপের হুমকি দিয়েছেন দেখলাম। আমার চুল কমে এসেছে। সেগুলোতে নজর দেওয়া ঠিক নয়। বরং চুল বাড়ার কোনো ওষুধ থাকলে জানান। ফুটেজ খাচ্ছেন খান। শুভেচ্ছা।'