কুন্তল ঘোষের চিঠি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেলেন দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সোমবার সেই মামলার শুনানি। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ মামলাটি শুনবে। অভিষেকের করা মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মঙ্গলবার পর্যন্ত ওই নির্দেশের উপর স্থাগিতাদেশ দেয়।
গত ৩১ মার্চ নিম্ন আদালতে একটি চিঠি দেন কুন্তল ঘোষ। চিঠিতে তিনি লেখেন অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে ইডি। তদন্তকে প্রভাবিত করতে মিথ্যা অভিযোগ করছেন কুন্তল—এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। গত ১৩ বিচারপতি গঙ্গোপাধ্যায় ,তাঁর পর্যবেক্ষণে জানান, চিঠির উপর ভিত্তি করে প্রয়োজনে কুন্তল ও অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ও সিবিআই। বিচারপতি আরও বলেন, অভিষেকের শহিদ মিনারের বক্তব্য তদন্তের বাইরে রাখা উচিত নয়। এই অংশটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দেয়।
চিঠিটি কুন্তল প্রথমে নিম্ন আদালতে জমা দেন। পরে পরের দিন ওই চিঠিটি যায় হেস্টিংস থানায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ ছিল, কুন্তলের চিঠির প্রেক্ষিতে আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া হেস্টিংস থানা কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকি উচ্চ আদালতের অনুমতি ছাড়া রাজ্যের কোনও থানা নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এবং ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে না।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কুন্তল ঘোষ। সোমবারই মামলার শুনানি রয়েছে।