নিয়োগ দুর্নীতিকে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। বৃহস্পতিবার আদালত থেকে বেরোনোর সময় তিনি দাবি করেন, ৫০০ কোটি টাকা কুন্তল ঘোষ একাই তুলেছেন। কাউকে সেই টাকা দেননি। তবে তাপসের এই অভিযোগ অস্বীকার করেছেন কুন্তল। আদালত থেকে বেরোনোর সময় এই প্রশ্ন শুনে তাঁর উত্তর, 'ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।'
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয়েছিল কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। শুনানির পর আদালত থেকে বেরোনোর মুখে তাপস মণ্ডল বলেন,'কুন্তল একাই ৫০০ কোটি টাকা তুলেছে। হাওলায় খাটিয়েছে এই টাকা। সব টাকা ও একাই নিয়েছে। কাউকে দেয়নি।'
এর পর তাপস মণ্ডল দাবি করেন, 'নেতাদের নাম করে টাকা তুলতেন কুন্তল।' তাঁকে তখন জিজ্ঞাসা করা হয় কার নাম করে টাকা তুলত। উত্তরে তাপস মণ্ডল বলেন,' অভিষেকের নাম করে টাকা তোলা হয়েছিল।'
এই প্রশ্ন যখন কুন্তল ঘোষের কাছে করা হয়, তিনি অস্বীকার করেন। তবে সূত্রের খবর, তাপসের এই দাবিকে গুরুত্ব দিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
এ প্রসঙ্গে, বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য,'সব রেকর্ড ভেঙে দিচ্ছে বাংলার দুর্নীতি। যত তদন্ত এগোচ্ছে তত টাকার অঙ্ক বাড়ছে। আরও কত কুন্তল রয়েছে কে জানে!'