বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Hospital Lady Doctor Death: ‘আমার মেয়েকে কোথায় নিয়ে চলে গেল’, মহিলা চিকিৎসকের দেহ ‘লুঠ’, উত্তপ্ত আরজি কর

RG Kar Hospital Lady Doctor Death: ‘আমার মেয়েকে কোথায় নিয়ে চলে গেল’, মহিলা চিকিৎসকের দেহ ‘লুঠ’, উত্তপ্ত আরজি কর

মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মধ্যেই। প্রতিবাদে মিছিল।

পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। ময়নাতদন্তের পরে রাতে তাঁর দেহ বের করা হয়। অভিযোগ উঠেছে যে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়নি।

ময়নাতদন্তের পরে মহিলা চিকিৎসকের দেহ কেন পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না? তা নিয়ে শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। চূড়ান্ত ক্ষোভপ্রকাশ করে মৃত চিকিৎসকের (পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ছাত্রী) বাবা বলেন, ‘জানি না, আমায় মেয়েকে কোথায় নিয়ে গেল? ডেডবডিটা নিয়ে চলে গেল (ওরা)।’ একইসুরে এক বিক্ষোভকারী চিকিৎসক অভিযোগ করেন যে তুমুল ক্ষোভপ্রকাশ করে মৃতদেহ ‘লুঠ’ করে নিয়ে গেল পুলিশ। তদন্ত করতে পুলিশ ‘ভয়’ পাচ্ছে কেন, প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা চিকিৎসকরা। যদিও বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

RG করেই কেন ময়নাতদন্ত? উঠল প্রশ্ন

সেইসঙ্গে চিকিৎসকের ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, যে হাসপাতাল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হল, সেই হাসপাতাল কর্তৃপক্ষই কীভাবে ময়নাতদন্ত করতে পারে? যাদের এলাকায় খুন হচ্ছে, তারাই কীভাবে ময়নাতদন্ত করতে পারে, প্রশ্ন তোলেন বামনেত্রী।

তদন্ত কমিটি গঠন RG করের

তারইমধ্যে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটির নেতৃত্বে আছেন হাসপাতালে  ডিন। ইতিমধ্যে হাসপাতালে এসেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা হচ্ছে।

আরও পড়ুন: RG Kar Lady Doctor Death: আরজিকরে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু, 'ধর্ষণ করে খুন', দাবি বাবার, ফোন করলেন মমতা

চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা মমতা

শুক্রবার সকালে হাসপাতালে জরুরি বিভাগের চারতলায় ওই চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে যে তাঁকে ধর্ষণ করে খুব করা হয়েছে। দেহ যখন উদ্ধার করা হয়েছিল, তখন পোশাক অবিন্যস্ত ছিল। যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না। সেই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তারইমধ্যে চিকিৎসকের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: RG Kar Medical College: আর জি করের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশের কাছে রিপোর্ট তলব আদালতের

হাসপাতালে আসেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও। তিনি দাবি করেছেন, চিকিৎসককে যে খুন করা হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আঘাত করা হয়েছে ২২ বছরের তরুণীকে। পুলিশ এবং প্রশাসন গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত করছে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। যদিও বিক্ষোভরত চিকিৎসকদের অভিযোগ, সকাল থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন: RG করে মহিলা চিকিৎকের রহস্যমৃত্যু, স্বচ্ছ তদন্ত চেয়ে কর্মবিরতিতে PGT চিকিৎসকরা

বাংলার মুখ খবর

Latest News

'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল? খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫ 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর Pakistan Women বনাম South Africa Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ বাহিনী জেরে স্কুলে বিদ্যুৎ বিল লাখের কাছে, কেন্দ্রের কাছে আদায় করতে চায় রাজ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.