বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Doctor Death: রাতে নীরজের খেলা দেখছিলেন মহিলা চিকিৎসক, ডিনার করে গভীর ঘুম, তারপর কী হল আরজিকরে?

RG Kar Doctor Death: রাতে নীরজের খেলা দেখছিলেন মহিলা চিকিৎসক, ডিনার করে গভীর ঘুম, তারপর কী হল আরজিকরে?

আরজিকরে মহিলা চিকিৎসক খুনে প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা। (PTI Photo) (PTI)

রাত তিনটে পর্যন্ত তিনি ঘুমিয়ে ছিলেন। এরপরই সেই ঘটনা হয় বলে মনে করা হচ্ছে। সকালে উদ্ধার করা হয়েছিল দেহ। রক্তের দাগ। ম্যাট্রেসে ছেঁড়া চুল পড়েছিল। সারা শরীরে আঁচড়ের দাগ।

৩৬ ঘণ্টা ডিউটি। তার মাঝেই সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক। ঠিক কী হয়েছিল সেই রাতে? 

সূত্রের খবর, ওই রাতে সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক। রাত সাড়ে ১২টা পর্যন্ত যে সমস্ত চিকিৎসকরা ডিউটিতে ছিলেন তাঁরাও ছিলেন সেমিনার হলে। অনলাইনে খাবারও নিয়ে আসা হয়েছিল। সেই খাবার অন্যান্য চিকিৎসকরা মিলে খান। এমনকী সেমিনার হলে বসে অলিম্পিক্সে নীরজ চোপড়ার ম্যাচও দেখেন তারা। খেতেই খেতেই পাঁচজন মিলে ম্যাচ দেখেন তাঁরা। এরপর সেমিনার হলের বিছানাতেই শুয়ে পড়েন ওই তরুণী চিকিৎসক। সারাদিন রাতের ডিউটি করে ক্লান্ত, অবসন্ন। লাল রঙের একটা কম্বল জড়িয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। 

এদিকে রাত তিনটে পর্যন্ত তিনি ঘুমিয়ে ছিলেন। এরপরই সেই ঘটনা হয় বলে মনে করা হচ্ছে। সকালে উদ্ধার করা হয়েছিল দেহ। রক্তের দাগ। ম্যাট্রেসে ছেঁড়া চুল পড়েছিল। সারা শরীরে আঁচড়ের দাগ। গলার হাড় ভাঙা অবস্থায় ছিল। অর্ধনগ্ন দেহটা পড়েছিল। পড়েছিল ভাঙা চশমা। যৌনাঙ্গে আঘাতের চিহ্ন। পোশাক ল্যাপটপ, ব্যাগ মিলেছে। 

ভয়াবহ অত্য়াচার চালানো হয়েছিল। গোটা শরীর জুড়ে তার চিহ্ন। অনেক স্বপ্ন দেখতেন বাবা মা। সব শেষ হয়ে গেল। অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন তিনি। সব শেষ হয়ে গেল। 

আবার রাত আড়াইটে থেকে তিনটের মধ্য়ে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল সঞ্জয়কে। চেস্ট মেডিসিন ওয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া যায় সেমিনার হলে। আরও দু তিনজনকে দেখা গিয়েছিল কিন্তু তারা সবাই রোগীর আত্মীয়। তাদের সঙ্গে পুলিশ কথা বলেছে। কিন্তু কোনও অসংগতি মেলেনি। তবে সঞ্জয় কেন এত রাতে? 

এদিকে ওই চিকিৎসকের দেহের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল একটি ব্লু টুথ হেডফোন। সেটা কার? তদন্তে নামে পুলিশ। এরপর সিসি ক্যামেরায় দেখা যায় সঞ্জয় যখন সেমিনার হলে ঢুকছে তখন তার কানে ব্লুটুথের হেডফোন। আর যখন বের হচ্ছে তখন নেই। এরপর সঞ্জয়কে তুলে আনে পুলিশ। জেরা শুরু হয়। তার আগে ফোনটি নিয়ে নেয় পুলিশ। সেটা খুলতেই দেখা যায় প্রচুর পর্ন ভিডিয়ো। তখনও মদের ঘোর পুরোপুরি কাটেনি। মদ্যপ অবস্থাতেই হাসপাতালে গিয়েছিল সে। এরপর পুলিশ সেই ব্লু টুথ কানেক্ট করতেই সঞ্জয়ের ফোনের সঙ্গে এই হেডফোন যুক্ত বলে জানা যায়। তারপরই তাকে গ্রেফতার করা হয়। 

 

বাংলার মুখ খবর

Latest News

আগামিকাল চন্দ্রগ্রহণের দিনটি কেমন কাটবে? লাকি কারা! রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল ৫-০ ব্যবধানে জিতব, দু'বার হেরেও লজ্জা নেই লিয়নের অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো পুজোয় একটু নিরিবিলি দরকার? নাগালের মধ্যেই খুলছে নতুন ট্রেকিং রুট ধর্ষণ নাকি গণধর্ষণ? RG কর কাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল CBI, ‘যা প্রমাণ মিলেছে…’ বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' কথার সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কী ইঙ্গিত দেবাংশুর? টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা আদরের বুঁচকি আর নেই, মন খারাপ করে কী লিখলেন ঋতাভরী? ৯ বছর একসঙ্গে পথ চলার ইতি, চক্রবর্তী বাড়িতে শোকের আবহ, মন খারাপের পোস্ট ঋতাভরী জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থল যেন অন্নপূর্ণার ভাণ্ডার, এত খাবার পাঠাচ্ছেন কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.