বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিতে হাজির খোদ লক্ষ্মী

দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিতে হাজির খোদ লক্ষ্মী

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে হাজির খোদ লক্ষ্মী

অভিনব এই উদ্যোগে খুশি মহিলারা। তাঁদের দাবি, মায়ের হাতে যখন ফর্ম দিয়েছি, টাকা মিলবেই।

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিতে আবির্ভূত হলেন স্বয়ং দেবী লক্ষ্মী। বুধবার এই দৃশ্য দেখা গেল বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দত্তাবাদ এলাকায়। স্বয়ং লক্ষ্মী ফর্ম জমা নিতে এসেছেন শুনে ছোটেন অনেক মহিলা। প্রশাসনের তরফে এই উদ্যোগে খুশি তাঁরা।

রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যজুড়ে সাড়া পড়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলাদের ৫০০ – ১০০০ টাকা মাসিক অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। দিন কয়েক ধরে দত্তাবাদে সরকারি ক্যাম্পে চলছে তার ফর্ম পূরণের কাজ। বুধবার সেখানেই ফর্ম জমা নিতে হাজির হন স্বয়ং লক্ষ্মী। হাতে ধানের শিস, সিঁদুরদান। মহিলাদের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার পাশাপাশি তাঁরে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করছেন তিনি।

অভিনব এই উদ্যোগে খুশি মহিলারা। তাঁদের দাবি, মায়ের হাতে যখন ফর্ম দিয়েছি, টাকা মিলবেই।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলি নিয়ে গোটা রাজ্য থেকে নানা রকম বেনিয়মের খবর এসেছে। কোথাও ভিড় সামলাতে ব্যর্থ হয়েছে প্রশাসন। ফলে পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে। কোথাও আবার ফর্ম ফুরিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। তারই মধ্যে দত্তাবাদে প্রশাসনের উদ্যোগ একটা অন্যরকম উদাহরণ।

 

বন্ধ করুন