মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা রুখতে আগেই চলাচলে নিষেধাজ্ঞা ছিল। সেক্ষেত্রে উড়ালপুলে বাইক রেসিং বন্ধ করতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ ছিল। এবার সেই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াতে চলেছে লালবাজার। রাত ১০টা থেকে সকাল ৬টার পরিবর্তে এবার থেকে সকাল ৭টা পর্যন্ত মা উড়ালপুলে বাইক চলাচল নিষিদ্ধ করা হবে। অর্থাৎ বাইক আরোহীরা রাত ১০টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মা উড়ালপুল ব্যবহার করতে পারবেন না। তারপরেই মা উড়ালপুলের ওপর দিয়ে বাইক চালানো যাবে।
আরও পড়ুন: সাতসকালে পথ দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু, মা উড়ালপুল থেকে নিচে পড়ে
মা উড়ালপুলে বাইক চালানোর উপর নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত রবিবার ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ডিভাইডারে ধাক্কা মারে। তারফলে দুই আরোহী বাইকসহ নিচে পড়ে যায়। ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরেই সেখানে ছুটে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং ট্রাফিক পুলিশের অন্যান্য কর্তারা। সেই দুর্ঘটনার পরেই লালবাজারের তরফে জানানো হয়েছিল, বেশ কিছু পদক্ষেপ করা হবে। আর তারপরেই এমন সিদ্ধান্ত লালবাজারের। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত নির্দেশিকা জারি হয়নি। পাশাপাশি অন্য উড়ালপুলগুলিতেও একই রকম নিষেধাজ্ঞা বলবৎ করা হবে কিনা সে বিষয়টিও স্পষ্ট করা হয়নি।
পুলিশের এক আধিকারিক জানান, রাতের দিকে মা উড়ালপুলে গাড়ির চাপ কম থাকায় আগে বাইক রেসিং হত। তারফলে দুর্ঘটনা ঘটত। পরে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত মা উড়ালপুলে বাইক চলাচল নিষেধাজ্ঞা করা হয়। তবে সকালের দিকেও মা উড়ালপুলে গাড়ির চাপ কম থাকে। আর সেই সময় উড়ালপুলের উপর দিয়ে দ্রুতগতিতে ছোটে বাইক। তাতে দুর্ঘটনা ঘটে। সেই কারণে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পুলিশের মতে, সকাল ৭ টার পর থেকেই মা উড়ালপুলে গাড়ির চাপ বেড়ে যায়। আর গাড়ি চাপ বাড়লে বাইকের গতিও নিয়ন্ত্রণে থাকবে। ফলে দুর্ঘটনা কমবে।
যদিও পুলিশের এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কারণ, বহু অফিস যাত্রী রয়েছেন যারা সময় বাঁচাতে সকালের দিকে মা উড়ালপুল ব্যবহার করেন। এর ফলে তাঁরা অসুবিধায় পড়বেন বলেই জানাচ্ছেন। তাদের বক্তব্য, বাইক চলাচল নিয়ন্ত্রণ না করে বাইক চালকদের সচেতন করা উচিত। আর সেই সঙ্গে বেশি করে নজরদারি বাড়ানো উচিত। তারফলে দুর্ঘটনা কমবে। এভাবে বাইক চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে মানুষের অসুবিধায় বেশি হবে।