শহরের বুকে এবার বড় ঘটনা ঘটে গেল। তাও আবার পুলিশমহলে। গল্ফগ্রিন থানার ওসি করুণা শঙ্কর সিংকে ক্লোজ করল লালবাজার। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। এমন কী ঘটল যে ওসি–কে ক্লোজ করতে হল? যদিও এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেয়নি লালবাজার। খাস দক্ষিণ কলকাতার অন্তর্গত এই গল্ফগ্রিন থানার ওসি–কে ক্লোজ যে এমনি কোনও সাধারণ কারণে করা হয়েছে এমনটা নয়। সেটা সবাই বুঝতে পারছেন। কিন্তু পুলিশের শীর্ষ কর্তারা তা নিয়ে মুখ খুলছেন না। তবে প্রশাসনিক কারণে তাঁকে ক্লোজ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।
গল্ফগ্রিন থানার ওসি করুণা শঙ্কর সিংকে ক্লোজ করার সঙ্গে সঙ্গে আপাতত তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল ডিসি অরুণ কুমার সরকারকে। যতক্ষণ না নতুন ওসি আসছে ততক্ষণ তিনিই দায়িত্ব সামলাবেন। গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজ করার পিছনে একটি কারণ জানা যাচ্ছে। গত ২১ নভেম্বর যাদবপুর থানার বিক্রমগড়ে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনার সঙ্গে নাম জড়ায় গল্ফগ্রিন থানার ওসির। ডিসি এসএসডির নেতৃত্বে পুরো ঘটনার তদন্ত হয়। তাঁর রিপোর্টের ভিত্তিতেই মঙ্গলবার ক্লোজ করা হয় গল্ফগ্রিন থানার ওসিকে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথীতে যুক্ত হাসপাতালগুলিকে চালু করতে হবে ‘জিও ট্যাগিং’, দুর্নীতি রুখতে নয়া ফরমান
বিক্রমগড়ের ওই তরুণীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত হয়নি বলে অভিযোগ। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে নামেন ডিসি এসএসডি। তাতে যে তথ্য উঠে আসে সেটা ওসির বিরুদ্ধে যায়। যার পর ওই ওসি নানা চেষ্টা করেও সংশ্লিষ্ট অভিযোগ উড়িয়ে দিতে পারেননি। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় ওই ওসির বিরুদ্ধে। তারপর ঘটনার তদন্ত শুরু হয়ে আসল তথ্য হাতে আসতেই লালবাজারের পক্ষ থেকে গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজ করার সিদ্ধান্ত কার্যকর করা হল। অনেকে মনে করছেন, ওই ঘটনার জেরেই তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হয়েছে।
কদিন আগে জেলার পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছিল। সেই আঁচ যে কলকাতায় এসে পড়বে সেটা ভাবেননি কেউ। সূত্রের খবর, বিক্রমগড়ের ওই ঘটনার পরই তদন্তে নেমে পড়ে পুলিশকর্তারা। তারপর হাতে আসে নানা তথ্য। ওই ঘটনার তদন্ত তো ঠিক করে হয়নি, উলটে প্রভাব খাটানোর প্রমাণ পান তদন্তকারীরা। লালবাজারের পক্ষ থেকে তখনই গল্ফগ্রিন থানার ওসিকে সরানোর চিন্তাভাবনা শুরু করে লালবাজার। এমনকী এই মর্মে বিভাগীয় তদন্ত পর্যন্ত করা হয়। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।