বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Lalbazar on UD Cases: তদন্তে গাফিলতি বরদাস্ত নয়, রহস্যমৃত্যুতে মানতে হবে একগুচ্ছ নিয়ম, নির্দেশ জারি লালবাজারের

Lalbazar on UD Cases: তদন্তে গাফিলতি বরদাস্ত নয়, রহস্যমৃত্যুতে মানতে হবে একগুচ্ছ নিয়ম, নির্দেশ জারি লালবাজারের

ফাইল ছবি।

শুধুমাত্র গত তিন মাসেই শহরে এমন পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাা ঘটেছে, যার তদন্ত প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের কর্মদক্ষতা। এতে পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

গত বছরের অগস্টে বহু চর্চিত আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনা হোক, কিংবা হালের গিরীশ পার্ক এলাকায় অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যমৃত্যু - বারবার কাঠগড়ায় তোলা হয়েছে কলকাতা পুলিশকে। তাদের বিরুদ্ধে যথাযথভাবে তদন্ত না করা, তদন্তে গাফিলতি করার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এবং এমন ঘটনা লাগাতার ঘটেই চলেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র গত তিন মাসেই শহরে এমন পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাা ঘটেছে, যার তদন্ত প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের কর্মদক্ষতা। এতে পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এই প্রেক্ষাপটে শহরে যেকোনও জায়গায় যদি কোনও অস্বাভাবিক মৃত্যু বা রহস্যমৃত্যুর ঘটনা ঘটে, কিংবা কোথাও যদি খুনের অভিযোগ ওঠে, তাহলে ঠিক কীভাবে তদন্ত শুরু করতে এবং তা এগিয়ে নিয়ে যেতে হবে, তা নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশের সদর কার্যালয় - লালবাজার।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আসলে এই ধরনের ঘটনায় কোনওভাবেই যাতে কলকাতা পুলিশের তদন্তে কোথাও কোনও ফাঁক রয়েছে বলে অভিযোগ তোলার অবকাশ না থাকে, সেটাই নিশ্চিত করতে চাইছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আর সেই কারণেই কলকাতা পুলিশ কমিশনারেটের একেবারে শীর্ষস্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

কী কী নির্দেশ রয়েছে ওই নির্দেশিকায়?

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এবার থেকে কোনও অস্বাভাবিক মৃত্যু বা রহস্যমৃত্যুর খবর এলেই -

সংশ্লিষ্ট থানা থেকে যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পুলিশ আধিকারিকদের পাঠাতে হবে। এক্ষেত্রে একটুও দেরি করা চলবে না। থানা থেকে যে আধিকারিক ঘটনাস্থলে যাবেন, সেখানে পৌঁছানোর আগে পর্যন্ত ঘটনা সম্পর্কে তাঁর কাছে যতটুকু তথ্য থাকবে, তার পুরোটা সেই থানার ওসি এবং গোয়েন্দা বিভাগকে জানাতে হবে।

যদি কোনও জায়গা থেকে থানায় দেহ উদ্ধারের খবর আসে, তাহলে যে অফিসার সেই খবর পাবেন, তাঁকে বাধ্যতামূলকভাবে সেই ঘটনার একটি জেনারেল ডায়ারি (জিডি) করতে হবে। এবং তাতে প্রাথমিকভাবে পাওয়া সমস্ত খুঁটিনাটি তথ্য সংযোজিত করতে হবে।

এরপর যে পুলিশ আধিকারিক, আইও বা তদন্তকারী আধিকারিক হিসাবে ঘটনাস্থলে যাবেন, তাঁকেও একগুচ্ছ নির্দেশ মেনে চলতে হবে। যেমন - প্রথমেই তাঁকে নিহত বা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে হবে।

জানতে হবে, পরিবারের সদস্যরা আলাদা করে কোনও অভিযোগ জানাতে চান কিনা, চাইলে সেই অভিযোগ গ্রহণ করতে হবে।

যাঁরা শহরে একলা থাকেন, তাঁদের কারও মৃত্যুর ঘটনা ঘটলে প্রতিবেশী বা স্থানীয় আত্মীয় বা স্থানীয় অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের কাছেও জানতে হবে, তাঁরা কেউ এই ঘটনায় অভিযোগ দায়ের করতে চান কিনা।

এই পুরো প্রক্রিয়া সারার পর থানায় ফিরে এফআইআর দায়ের করতে হবে এবং তদন্ত শুরু করে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

এই ধরনের ঘটনায় মৃতদেহের ময়নাতদন্ত অত্যন্ত দ্রুত সারতে হবে। কোনও গড়িমসি করা চলবে না। যেসমস্ত বিভাগ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে।

যদি মৃত বা নিহত ব্যক্তির পরিচয় না জানা যায়, তাহলে তা জানার জন্য সবরকম চেষ্টা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে অন্যান্য থানা, এমনকী অন্য়ান্য জেলার পুলিশের সাহায্য নিতে হবে।

লালবাজারের তরফে জারি করা এই নয়া নির্দেশিকা ঠিক মতো মানা হচ্ছে কিনা, সেই বিষয়ে নজরদারি চালাবেন প্রতিটি ডিভিশনের ডেপুটি কমিশনার। আর যদি কোনও অফিসার এই নির্দেশিকা মানতে সামান্যতম ভুল করেন, তাহলে তাঁকে বিভাগীয় তদন্তের মুখে পড়তে হবে।

বাংলার মুখ খবর

Latest News

‘লক্ষ লোক বেকার হয়েছেন, বাংলাদেশে ছিনতাই, সন্ত্রাসী বেড়েছে’ বক্স অফিসে পায় দারুণ সাফল্য, লন্ডনের ফ্লাইটে বসে কোন বলিউড সিনেমা দেখলেন মমতা? সন্তানের ইচ্ছে পূরণ করেন এই দেবী, প্রতি বছর ভক্তের ঢল নামে এই দিনে তিন ফরম্যাটে খেলেন না! তাই বিরাট-রোহিতকে সেরা গ্রেড দিতে চাইছে না BCCIর একাংশ! লোয়ার বার্থ সংরক্ষণের নিয়মে বড় বদল! চাইলেই পাবেন না আর, নয়া শর্ত জানাল রেল এই ক্রিকেট সুপারস্টারকে চিনতে পারছেন? সময় রইল ৩ সেকেন্ড.. স্রেফ মাছ ধরার জালেই উঠল ১৬২ কিলো আবর্জনা! ২ ঘণ্টায় স্বচ্ছ হল কলকাতার গঙ্গা-ঘাট বলে-ব্যাটে ল্যাজেগোবরে হয়ে ১১৫ রানে লজ্জার হার পাকিস্তানের,৩-১ সিরিজ জয় কিউয়িদের রায়নার সর্বকালীন রেকর্ড ভাঙতে ধোনির দরকার ১৯, মাঠে নেমেই কার্তিককে টপকাবেন রোহিত রণজয়ের সঙ্গে প্রেম শ্যামৌপ্তির? 'সত্যিই আগামী দিনে…', চর্চায় মুখ খুললেন ‘গুড্ডি’

IPL 2025 News in Bangla

রায়নার সর্বকালীন রেকর্ড ভাঙতে ধোনির দরকার ১৯, মাঠে নেমেই কার্তিককে টপকাবেন রোহিত পক্ষপাতিত্বের অভিযোগ! IPL ২০২৫-র ধারাভাষ্যকারের প্যানেল থেকে ছাঁটাই ইরফান পাঠান বুমরাহ-হার্দিক নেই, দুই সুপারস্টারকে ছাড়া CSK-র বিরুদ্ধে কাদের মাঠে নামাবে MI? Video-‘বিরাটের থেকে শেখার আছে’ বললেন কার্তিক! ম্যাচের টার্নিং পয়েন্ট বাছলেন সল্ট এখনই ধোনির শেষ দেখছেন না রুতুরাজ! প্রশংসা করে বলছেন, ‘সচিন পারলে, ধোনিও পারবে…’ তিন বিদেশির দখলে ছিল রেকর্ড, IPL-এ প্রথম ভারতীয় হিসেবে বিরাট নজির রাহানের MI vs CSK- ভারতীয় দলে তিলকের জন্য ব্যাটিং পজিশন ছেড়েছেন! IPLএও কি আত্মত্যাগ? ‘SAR’ লেখা গ্লাভস পরে IPL 2025-এর সব ম্যাচ খেলবেন রোহিত শর্মা, জানেন এর মানে কী? IPL-এ আজ ধোনি বনাম রোহিতের দ্বৈরথ,কোন চ্যানেলে ও মোবাইলে কীভাবে দেখবেন ২টি ম্যাচ KKR vs RCB: ইডেনের নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে কোহলিকে প্রণাম নাছোড় ভক্তের- ভিডিয়ো

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.