বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে AIIMS-এ পাঠাল হাইকোর্ট

লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে AIIMS-এ পাঠাল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল সিবিআই। ফের ময়নাতদন্তের দাবি জানায় তারা। কিন্তু দেহ কবর থেকে তোলার অনুমতি দেননি লালনের স্ত্রী। ফলে আদালতের তরফে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া সম্ভব হয়নি।

বগটুই হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত লালন শেখের দেহের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্দিহান আদালত। রিপোর্ট খতিয়ে দেখার জন্য দিল্লি AIIMS ও SSKM হাসপাতালের ফরেন্সিক বিজ্ঞান বিশেষজ্ঞদের দায়িত্ব দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। দুই হাসপাতালের বিশেষজ্ঞদের আলাদা আলাদা রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল সিবিআই। ফের ময়নাতদন্তের দাবি জানায় তারা। কিন্তু দেহ কবর থেকে তোলার অনুমতি দেননি লালনের স্ত্রী। ফলে আদালতের তরফে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া সম্ভব হয়নি।

গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিবিআই জানায়, শৌচাগারে আত্মঘাতী হয়েছেন লালন। যদিও সেই রাতেই ৬ সিবিআই আধিকারিকের বিরুদ্ধে রামপুরহাট থানায় FIR করেন লালনের স্ত্রী। তার মধ্যে রয়েছেন গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য। এর পরই আধিকারিকদের হেনস্থা করার চেষ্টার অভিযোগে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আধিকারিকদের রক্ষাকবচ দেয় আদালত। ওদিকে এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেয় রাজ্য সরকার। সেই ঘটনাতেই এবার আদালতে প্রশ্নের মুখে লালন শেখের ময়না তদন্তের রিপোর্ট।

 

বন্ধ করুন