ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। যদিও এখনও পর্যন্ত সিবিআই অভিজিৎ সরকার খুনে তেমন কিছু এগোতে পারেননি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছেন সিবিআই অফিসাররা। আর অভিজিতের দাদা নবান্নে নথি জমা দিয়েছেন।
একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার রাতে খুন হয়েছিলেন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই মামলাতেও তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। কলকাতা হাইকোর্ট অভিজিৎ খুনের তদন্তভার সিবিআইকে দিয়েছিল। এমনকী অভিজিতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও তারপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। মেলেনি ক্ষতিপূরণ। তাই সেই নির্দেশের নথি নিয়ে এবার নবান্নে পৌঁছলেন নিহত অভিজিতের দাদা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? আজ, মঙ্গলবার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার নবান্নে গিয়ে মুখ্যসচিবের দফতরে দেখা করেন। তারপর আদালতের নথি তুলে দেন। চিঠিও জমা দেন। তাতে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে রাজ্য সরকার আদালতের নির্দেশ মতো ক্ষতিপূরণের টাকা দিতে হবে। আর তা না দিলে তাঁরা আদালত অবমাননার মামলা দায়ের করবেন।
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। যদিও এখনও পর্যন্ত সিবিআই অভিজিৎ সরকার খুনে তেমন কিছু এগোতে পারেননি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছেন সিবিআই অফিসাররা। আর অভিজিতের দাদা নবান্নে নথি জমা দিয়েছেন। এখন দেখার, রাজ্য সরকার সেই ক্ষতিপূরণের টাকা দেয় কি না।