বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Leaps and Bounds: সম্পত্তির তালিকা নিয়ে প্রশ্ন আছে, আজই ED - CBIকে আদালতে হাজিরার নির্দেশ

Leaps and Bounds: সম্পত্তির তালিকা নিয়ে প্রশ্ন আছে, আজই ED - CBIকে আদালতে হাজিরার নির্দেশ

বিচারপতি অমৃতা সিনহা। 

লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন আছে, বিকেলেই ED ও CBI আধিকারিকদের আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 

নিয়োগ দুর্নীতি তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরদের যে সম্পত্তির খতিয়ান আদালতে পেশ করেছে ED তা নিয়ে প্রশ্ন রয়েছে বিচারপতি অমৃতা সিনহার। এব্যাপারে যাবতীয় ধোঁয়াশা কাটাতে সোমবার বিকেলে ইডি ও সিবিআইয়ের ২ আধিকারিককে আদালতে হাজিরার নির্দেশ দিলেন তিনি।

সোমবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা বলেন, গত ২১ সেপ্টেম্বর ইডি লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরদের সম্পত্তির যে তালিকা আদালতে জমা দিয়েছে তা নিয়ে আমার মনে কয়েকটি প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলির উত্তর দিতে সোমবার বিকেল সওয়া চারটেয় এজলাসে হাজিরা দিতে সিবিআই ও ইডির ২ উচ্চপদস্থ আধিকারিককে। সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন শেনভি হাজির হলে ভালো হত। কিন্তু তিনি শহরের বাইরে থাকায় অন্য কোনও আধিকারিককে হাজির হতে নির্দেশ দিচ্ছে আদালত।

বলে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সংস্থার ডিরেক্টররা হয় অভিষেকের আত্মীয়, নয় অত্যন্ত ঘনিষ্ঠ। গত ২১ সেপ্টেম্বর আদালতে সেই খতিয়ান পেশ করে ইডি। এর পর তালিকা খতিয়ে দেখে ED ও সিবিআই আধিকারিককে তলব করলেন বিচারপতি।

 

বন্ধ করুন