এবার বাংলাদেশ পরিস্থিত নিয়ে হাই কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা তথাগত রায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। কার্যত বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সেখানে তিনি লিখেছেন, 'প্রণয় ভার্মা, বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারের পর্যবেক্ষণ, আমাদের সম্পর্কটা বহুমুখী। …সেটা একটা ইস্যুতে কমে যাবে না।
তার মানে এটা কী দাঁড়াচ্ছে?
হিন্দুদের মরতে দিন, তাঁদের শাস্তি পেতে দিন, আমরা একাধিক ইস্যু যেমন বাণিজ্য, যাতায়াত, পর্যটন ইত্যাদি চালিয়ে যাব? একটা ব্যাখা দিন।' লিখেছেন তথাগত রায়।
এদিকে তথাগত রায়ের এই পোস্টের জবাবে একজন লিখেছেন, সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া দরকার। মেডিক্যাল ক্ষেত্রে ছাত্রদের যে প্রোগ্রাম রয়েছে সেগুলিকে বন্ধ করতে হবে। বাণিজ্যের একটা অংশ হতে পারে না হিন্দুদের জীবন।
পোস্টের জবাবে অপর একজন লিখেছেন, বাঙালি হিন্দুরা এবার মোদীর এই নিষ্ক্রিয়তার জেরে ঘৃণা করতে শুরু করেছেন। সেই ৪৭ সাল থেকেই হিন্দুদের দাবিগুলিকে অবহেলা করা হয়েছে। এখন হিন্দুদের সুরক্ষা নিয়ে একেবারে চুপ দিল্লি। আমরা অসহায় বোধ করছি।
বরাবরই নানা ইস্যুতে মুখ খোলেন তথাগত। এবার তিনি বাংলাদেশ নিয়ে একের পর এক এক্স হ্যান্ডেলে লিখছেন। একটি টুইটে তিনি লিখেছেন, হিন্দুদের উপর যে অমানবিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশে তা নিয়ে ভারতের নীরবতা নিয়ে আমাদের অসন্তোষটা আমি বুঝতে পারছি। …কিন্তু মোদীজির বিকল্প কী হতে পারে? রাহুলবাবা? সুলতানা মমতা? আমরা খালি চাইছি সেই ২০০২ সালের গুজরাটের মোদী ফিরে আসুন। লিখেছেন তথাগত রায়।
এদিকে বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বিজেপি। বঙ্গ বিজেপি একের পর এক তোপ দাগছে। বিজেপি বিধায়ক অসীম সরকার জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাব যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আর বাংলাদেশের সব হিন্দুদের এদেশে নিয়ে আসা হয়। অনুপ্রবেশকারীদের ঠেকাতে গেলে এনআরসি অত্যন্ত প্রয়োজন। সারা ভারতে এটি কার্যকর করতেই হবে। বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের অসুবিধা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এদেশে নিয়ে আসা। আর এখানের মুসলিমদের ওপারে পাঠিয়ে দেওয়া।’ তাঁর দাবি, ‘কমপক্ষে ১৭ হাজার মৌলবী এদেশে কাজ করছেন। বাংলাদেশ থেকে উগ্রপন্থীদের এখানে পাঠাচ্ছে। তারা আবার দেশের নানা রাজ্যে লাভ–জিহাদ ছড়াচ্ছে।’