বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনা পরিস্থিতির মধ্যেও লাইসেন্স ফি আদায় বেড়েছে পুরসভার, রেকর্ড আদায়!

করোনা পরিস্থিতির মধ্যেও লাইসেন্স ফি আদায় বেড়েছে পুরসভার, রেকর্ড আদায়!

কলকাতা পুরসভার মূল ভবন। ফাইল ছবি

২০১৬-১৭ আর্থিক বর্ষে ৫১ কোটি ৪৫ লক্ষ টাকা ট্রেড লাইসেন্স ফি আদায় হয়েছিল। আর ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৫৮ কোটি টাকা।

করোনা পরিস্থিতিতে পুরসভার বিভিন্ন বিভাগে রাজস্ব আদায় কমেছে। বর্তমানে পুরসভার কোষাগারের অবস্থায় তলানিতে ঠেকেছে। এই অবস্থায় আশার আলো দেখাচ্ছে ট্রেড লাইসেন্স-ফি আদায়। পুরসভার পরিসংখ্যান বলছে ট্রেড লাইসেন্স ফি বিগত বছরগুলির তুলনায় বেড়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও যেভাবে ট্রেড লাইসেন্স ফি আদায় বেড়েছে তাতে খুশি পুরসভা কর্তৃপক্ষ।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৬-১৭ আর্থিক বর্ষে ৫১ কোটি ৪৫ লক্ষ টাকা ট্রেড লাইসেন্স ফি আদায় হয়েছিল। আর ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৫৮ কোটি টাকা।২০১৭-১৮ সালে ৫৫ কোটি ৫০ লক্ষ টাকা আদায় হয়েছিল। করোনা শুরু হওয়ার পর ২০২০-২১ অর্থবর্ষে ট্রেড লাইসেন্স বাবদ ৫৫ কোটি ৬০ লক্ষ টাকা আদায় হয়েছিল। এরপর ২০২১-২২ অর্থবর্ষেও ট্রেড লাইসেন্স ফি বাবদ আদায়ের পরিমাণ সর্বকালীন রেকর্ড তৈরি করেছে। করোনা পরিস্থিতিতে পুরসভার অন্যান্য বিভাগের আয় যেখানে তলানিতে ঠেকেছে সেই জায়গায় দাঁড়িয়ে লাইসেন্স বিভাগের আয় বাড়ায় খুশি পুরসভা। এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘করোনা পরিস্থিতির মধ্যেও ট্রেড লাইসেন্স বিভাগ নিঃসন্দেহে ভাল কাজ করেছে।’

পুরসভা সূত্রে খবর, একসময় ট্রেড লাইসেন্স বিভাগের ফি আদায় কমে গিয়েছিল। অনেকেই বাড়িতে লুকিয়ে ব্যবসা শুরু করেছিল। অথচ কলকাতা পুরসভার কাছে তার কোনও খবর ছিল না। পরে ১৪৪ টি ওয়ার্ডে ঘুরে ঘুরে পুরসভার লাইসেন্স ইন্সপেক্টরা ব্যবসায়ীদের কাছে গিয়ে লাইসেন্স ফি আদায় করেন। অনলাইনে কীভাবে লাইসেন্স ফি জমা দিতে হয় তা নিয়ে ব্যবসায়ীদের বোঝানো হয়। ট্রেড লাইসেন্স বিভাগে পর্যাপ্ত কর্মীর অভাবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে এভাবে ট্রেড লাইসেন্স ফি আদায় করা সম্ভব নয় বলেই মনে করছেন বিভাগের এক আধিকারিক। তাঁর মতে, এখনও বহু শূন্য পদ রয়েছে। সেই শূন্যপদ পূরণ করলে সেগুলি সম্ভব।

বাংলার মুখ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.