কেন্দ্রের ছাড়পত্র পেলে বদলে যাবে হাওড়া ব্রিজের ভোল। বসবে স্বচ্ছ এলইডি স্ক্রিন, সন্ধ্যা নামলেই তাতে চলবে লাইট এন্ড সাউন্ড শো। এর জন্য ৩৫ কোটি টাকার একটি প্রকল্প কেন্দ্রের কাছে জমা দিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সেই প্রকল্পে সবুজ সংকেত মিললেই সন্ধ্যায় আরও দশর্নীয় হয়ে উঠবে এই ৮০ বছরের ক্যান্টিলিভার ব্রিজটি।
ইতিমধ্যে ১৭ কোটি টাকা খরচ করে আলো লাগানো হয়েছে হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতুতে। কেন্দ্রের ছাড়পত্র মিললে অত্যাধুনিক এলইডি- স্ক্রিনটি লাগানো হবে ব্রিজের উপরে। যেটি স্বচ্ছ হওয়ার ফলে সেতুটিকে দেখতে কোনও সমস্যা হবে না বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। স্ক্রিনটির আয়তন হবে ১২০০ বর্গমিটার।
সাজবে আর্মেনিয়াম ঘাট
ঐতিহাসিক আর্মেনিয়াম ঘাটকেও সাজিয়ে তুলবে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। ঘাটে ৮ একর এলাকা পুরনো স্থাপত্যের আদলে তৈরি হবে নতুন বাড়ি, পার্ক ও রেস্তোরাঁ। এ জন্য ৮০ কোটি টাকা খরচ হবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। দু'টি প্রকল্পের অনুমোদনের জন্য আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সঙ্গে পাঠানো হয়েছে প্রকল্পের বিস্তারিত রিপোর্ট।
কেন এই উদ্যোগ, সে প্রসঙ্গে শ্যামাপ্রসাদ বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বলেন,'মূলত পর্যটন শিল্পকে মাথায় রেখে এই প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। পার্ক, শপিং মলের পাশাপাশি প্যাডেল বোটের জন্য তিনটি জেটিও করা হবে।'