বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দিনহাটা হিংসায় কী ব্যবস্থা? হলফনামা জমার নির্দেশ আদালতের, CBI তদন্ত হবে?

দিনহাটা হিংসায় কী ব্যবস্থা? হলফনামা জমার নির্দেশ আদালতের, CBI তদন্ত হবে?

দিনহাটা হিংসার ঘটনায় শোরগোল পড়ে গোটা বাংলাতেই(PTI Photo) (PTI)

অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন আগাম জানিয়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর তাঁর কনভয়ে হামলার ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি নমুনা। এরসঙ্গেই তিনি জানিয়ে দেন কেন্দ্রীয় সরকার দিনহাটায় আর্টিকেল ২৫৭ অনুসারে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে প্রস্তুত।

কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার পরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেব্যাপারে শুক্রবার হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকারের কাছে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৩ মার্চ কেস ডায়েরি জমা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও পরিকল্পিত হামলার অভিযোগ তুলে এই মামলা করা হয়েছিল। প্রসঙ্গত গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদের উপর হামলা চালানো হয়েছিল। এরপরই দিনহাটায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যাপারেও আবেদন করা হয়ে বিরোধীদের পক্ষ থেকে।

অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন আগাম জানিয়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপরেও তাঁর কনভয়ে হামলার ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি নমুনা। এরসঙ্গেই তিনি জানিয়ে দেন কেন্দ্রীয় সরকার দিনহাটায় আর্টিকেল ২৫৭ অনুসারে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে প্রস্তুত।

শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার জানিয়েছেন, এই ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের উপর দেওয়া হোক। তিনি জানিয়েছেন, তারা( কোচবিহার পুলিশ) কেবলমাত্র বিজেপি সমর্থকদের গ্রেফতার করছে।এমনকী ঘটনাস্থলে উপস্থিত সিআইএসএফ জওয়ানরা থানায় অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগকেও মান্যতা দেওয়া হয়নি। 

সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, আদালত নির্দেশ দিলে এই ঘটনার তদন্তভার সিবিআই নিজে রাজি। তবে অ্যাডভোকেট জেনারেল এসএন মুখোপাধ্যায় এই জনস্বার্থ মামলার বিরোধিতা করেছেন। এই আবেদনকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, রাজ্য সরকার সিআইএসএফের অভিযোগ গ্রহণ করেছে। এই ঘটনার তদন্তও শুরু হয়েছে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার তার তালিকা আদালতে পেশ করবে।

প্রসঙ্গত দিনহাটার হিংসার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর তুঙ্গে। ধরপাকড়ও চলছে এলাকায়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তার মধ্য়েই এবার দিনহাটা কাণ্ডে শুক্রবারই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এবার রাজ্য সরকার কী ধরনের রিপোর্ট জমা দেয় সেদিকেই আগ্রহ রয়েছে সকলের। 

বাংলার মুখ খবর

Latest News

গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.