বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দিনহাটা হিংসায় কী ব্যবস্থা? হলফনামা জমার নির্দেশ আদালতের, CBI তদন্ত হবে?

দিনহাটা হিংসায় কী ব্যবস্থা? হলফনামা জমার নির্দেশ আদালতের, CBI তদন্ত হবে?

দিনহাটা হিংসার ঘটনায় শোরগোল পড়ে গোটা বাংলাতেই(PTI Photo) (PTI)

অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন আগাম জানিয়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর তাঁর কনভয়ে হামলার ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি নমুনা। এরসঙ্গেই তিনি জানিয়ে দেন কেন্দ্রীয় সরকার দিনহাটায় আর্টিকেল ২৫৭ অনুসারে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে প্রস্তুত।

কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার পরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেব্যাপারে শুক্রবার হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকারের কাছে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৩ মার্চ কেস ডায়েরি জমা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও পরিকল্পিত হামলার অভিযোগ তুলে এই মামলা করা হয়েছিল। প্রসঙ্গত গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদের উপর হামলা চালানো হয়েছিল। এরপরই দিনহাটায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যাপারেও আবেদন করা হয়ে বিরোধীদের পক্ষ থেকে।

অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন আগাম জানিয়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপরেও তাঁর কনভয়ে হামলার ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি নমুনা। এরসঙ্গেই তিনি জানিয়ে দেন কেন্দ্রীয় সরকার দিনহাটায় আর্টিকেল ২৫৭ অনুসারে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে প্রস্তুত।

শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার জানিয়েছেন, এই ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের উপর দেওয়া হোক। তিনি জানিয়েছেন, তারা( কোচবিহার পুলিশ) কেবলমাত্র বিজেপি সমর্থকদের গ্রেফতার করছে।এমনকী ঘটনাস্থলে উপস্থিত সিআইএসএফ জওয়ানরা থানায় অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগকেও মান্যতা দেওয়া হয়নি। 

সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, আদালত নির্দেশ দিলে এই ঘটনার তদন্তভার সিবিআই নিজে রাজি। তবে অ্যাডভোকেট জেনারেল এসএন মুখোপাধ্যায় এই জনস্বার্থ মামলার বিরোধিতা করেছেন। এই আবেদনকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, রাজ্য সরকার সিআইএসএফের অভিযোগ গ্রহণ করেছে। এই ঘটনার তদন্তও শুরু হয়েছে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার তার তালিকা আদালতে পেশ করবে।

প্রসঙ্গত দিনহাটার হিংসার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর তুঙ্গে। ধরপাকড়ও চলছে এলাকায়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তার মধ্য়েই এবার দিনহাটা কাণ্ডে শুক্রবারই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এবার রাজ্য সরকার কী ধরনের রিপোর্ট জমা দেয় সেদিকেই আগ্রহ রয়েছে সকলের। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.