নির্বিঘ্নে শেষ উপনির্বাচন, ভোট শতাংশে হতাশ করল ভবানীপুর
Updated: 30 Sep 2021, 10:42 PM ISTগোটা দেশেরই নজর ছিল ভবানীপুরের ওপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বিতীয় পরীক্ষা।
গোটা দেশেরই নজর ছিল ভবানীপুরের ওপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বিতীয় পরীক্ষা।
ভবানীপুর সহ তিন আসনে ভোট হল নির্বিঘ্নে। সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে প্রত্যাশিত ভাবেই প্রায় আশি শতাংশ ভোট পড়ল। সেখানে ভবানীপুরে দিনের শেষে সংখ্যাটি ষাট পেরোবে কি না সন্দেহ। তবে বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদে ভোট হয়েছে শান্তিতে। ভুয়ো ভোটার নিয়ে ভবানীপুরে সোচ্চার হয় বিজেপি। এছাড়া গাড়ি ভাঙচুর হয় বিজেপি নেতা কল্যাণ চৌবের। তবে তৃণমূলের দাবি রিগিং হয়নি। বিপুল ভোটে জিতবেন মমতা।
তিন তারিখ ফলাফল। প্রত্যাশা মতোই কি জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফের ইন্দ্রপতন। সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে থাকবে গোটা দেশ। থাকব আমরাও। নজর রাখুন HT বাংলায় ফলাফলের যাবতীয় আপডেটের জন্য।
'বিজেপি ভেবেছিল ভবানীপুরে নন্দীগ্রামের ঘটনা ঘটাবে। ভবানীপুরে বিজেপির হারের পর ফুল পাঠাবো। ভবানীপুরের প্রতিটি বুথে প্রায় কুড়ি শতাংশ ভোটারের অস্তিত্ব নেই । ভবানীপুর নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট হয়েছে, খুব ভালো ভোট হয়েছে। ভবানীপুরে কারসাজি করতে চেয়েছিল বিজেপি। মমতা মানুষের হৃদয় আছেন। নির্বাচন কমিশনকে বিরক্ত করেছে বিজেপি প্রার্থী। ভবানীপুরে কোথাও রিগিং হয়নি। তৃণমূলের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কাজ করে না।'
বিকেল পাঁচটা অবধি ভবানীপুরে ৫৩ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে সামশেরগঞ্জে ৭৮ ও জঙ্গিপুরে ৭৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
শরত্ বোস রোডে হাতাহাতি হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে।
আটক করা হল কল্যাণ চৌবের সহায়ককে। এই পরিস্থিতিতে ভবানীপুর থানায় এসে পৌঁছলেন বিজেপি নেতা।
৭০ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী রন্ধির সিংকে মারার অভিযোগ করা হয় তৃণমূলের বিরুদ্ধে। এরপর ভবানীপুর থানার পুলিশ রন্ধিরকেই আটক করে নিয়ে আসে। এরপরই আটক দলীয় কর্মীকে ছাড়াতে থানায় পৌঁছে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
ভোট দিতে মিত্র ইনস্টিটিউশনে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
'B ফর ভবানীপুর, B ফর বাঁশদ্রোণী',ভুয়ো ভোটার নিয়ে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।
কল্যাণ চৌবের গাড়িতে হামলার অভিযোগ। ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতার গাড়িতে ভাঙচুড় হয় বলে অভিযোগ। এর জেরে উত্তেজনা ছড়ায় এই এলাকায়।
ধীরে ধীরে বাড়ছে ভোটের হার, দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়ল ৪৮.০৮ শতাংশ।
দুপুর ৩টা পর্যন্ত সমশেরগঞ্জে ভোটের হার ৭২.৪৫ শতাংশ। দুপুর ৩টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ৬৮.১৭ শতাংশ।
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
মিত্র ইন্সটিটিউশনে সপরিবারে ভোট দিলেন মমতা ব্যানার্জির ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।
চেতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে সপরিবারে ভোট দিলেন ফিরহাদ হাকিম।
মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এক লক্ষের বেশি ব্যবধানে জেতেন, সেই প্রার্থনা জানিয়ে যজ্ঞের আয়োজন হল সল্টলেকের দত্তবাদে। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর নির্মল দত্তের উদ্যোগের যজ্ঞের আয়োজন করা হয়।
'ওরা নালিশ করলে বালিশ পাবে, আর যদি বালিশ না পায় আমাদের কাছে এলে পালিশ করে দেব নির্বাচনের রেজাল্ট বেরোলে পালিশ হয়ে যাবে।' এদিন ভবানীপুরে সাংবাদিকদের সামনে বিজেপিকে এভাবেই কটাক্ষ করেন মদন মিত্র। দেখুন ভিডিয়ো -
ভবানীপুরের খালসা হাই স্কুলের ভোটকেন্দ্রে চরম উত্তেজনা। বিজেপির অভিযোগ, এক যুবক কোনও রকম পরিচয়পত্র ছাড়াই ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকে। খালসা স্কুল ছাড়াও রমেশ মিত্র স্কুল ও ভবানীপুর এডুকেশন সোসাইটিতে রিগিংয়ের অভিযোগ ওঠে। ভবানীপুর কেন্দ্রের ২৩টি বুথ থেকে কমিশন ৪১টি অভিযোগ পেয়েছে। দেখুন ভিডিয়ো -
দুপুর ১টা পর্যন্ত সমশেরগঞ্জে ভোটের হার ৫৭.১৫ শতাংশ। দুপুর ১১টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ৫৩.৭৮ শতাংশ।
ধীরে ধীরে বাড়ছে ভোটের হার, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৯৭ শতাংশ।
সিপিআইএমের ক্যাম্পে বন্ধু সিপিআইএম কর্মীর সঙ্গে চা খেলেন ফিরহাদ হাকিম। বলেন, ‘রাজনীতির আগে আমরা সবাই চেতলার ছেলে।’
ভবানীপুর খালসা স্কুলের বুথে চরম উত্তেজনা। বিজেপির অভিযোগ, তৃণমূল ভুয়ো ভোটার পাঠিয়েছে। তৃণমূল যদিও সেই অস্বীকার করে। ঘাসফুল শিবিরের পালটা অভিযোগ, যাকে মারা হয়েছে, তার কাছে ভোটার স্লিপ ছিল।
ভবানীপুর বিধানসভার ৭৪ নম্বর ওয়ার্ডে সেন্ট থমাস স্কুলে ভোট দিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
ভোট দিলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী বলে জানান তিনি।
সকাল ১১টার কিছু পরে মন্মথনাথ নন্দন স্কুলে ভোট দিলেন তৃণমূল নেতা তৃণমূল কংগ্রেস নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁর সাথে ছিলেন তার ছেলে সায়ন দেব চট্টোপাধ্যায়।
ভবানীপুর কেন্দ্রে ভোটারদের মনোবল বাড়াতে সেই কেন্দ্রের রাস্তা এবং গলিতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে।
সকাল ১১টা পর্যন্ত সমশেরগঞ্জে ভোটের হার ৪০.২৩ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ৩৬.১১ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে ভোটের হার ২১.৭৩ শতাংশ। গত দুই ঘণ্টায় অনেকটাই বেড়েছে ভোটদানের হার
এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে বুথ জ্যামের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিকে বিজেপির অভিযোগ করলেও নির্বাচন কমিশন এই প্রেক্ষিতে জানিয়ে দেয় যে কোথাও কোনও রিগিং হয়নি। টিবরেওয়ালের অভিযোগ, 'মদন মিত্র বুথ দখল করতে চান।' দেখুন ভিডিয়ো -
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের বিরুদ্ধে বোমাবাজি এবং হামলার অভিযোগ তুলে পুলিশের কাছে এফআইআর দায়ের করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। অভিযোগ, ভোটগ্রহণের আগের রাতে সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় কংগ্রেস। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা।
আকাশ পরিষ্কার থাকলেও বুথমুখী হচচ্ছেন না ভোটাররা। ভবানীপুরে ভোট দিতে যাওয়ার আবেদন জানিয়ে টুইট ফিরহাদ হাকিমের।
বিজেপির অভিযোগের প্রেক্ষিতে তড়িৎ পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভবানীপুর কেন্দ্রে ২০০ মিটারের মধ্যে ধাবা খোলার অভিযোগ জানিয়েছিল বিজেপি। ঘটনায় রিপোর্ট তলব করে কমিশন। অভিযোগ পাওয়ার পর ধাবা বন্ধ করে দেওয়া হল।
কোভিড বিধি মেনে ভোটগ্রহণ জঙ্গিপুরে। সকাল ৯টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ১৭.৫১ শতাংশ।
সকাল ৯টা পর্যন্ত সমশেরগঞ্জে ভোটের হার ১৬.৩২ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ১৭.৫১ শতাংশ।
দুই ঘণ্টার পরও ভবানীপুরে ভোটগ্রহণের হার খুব কম। সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে মাত্র ৭.৫৭ শতাংশ ভোট পড়েছে।
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে ৯০ বছর বয়সী প্রৌঢ়া।
জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ৭২/৭২এ রমজানপুর প্রাথমিক বিদ্যালয় সকাল থেকেই শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া। গোটা কেন্দ্রেই এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর মিলেছে।
চেতলা বালিকা বিদ্যালয় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি দুটি কেন্দ্র করা হয়েছে। চেতলা বালিকা বিদ্যালয় ঘুরে দেখলেন সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
ইনসপ্পেক্টর পদাধিকারীর পুলিশকর্মী এসে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হয় কেন এত সংখ্যক গাড়ি প্রিয়াঙ্কার কনভয়ে। প্রিয়াঙ্কা পুলিশকে জানিয়েছেন যে তাঁর কনভয়ের পিছনে প্রেসের গাড়ি ঘুরছে।
কলকাতা পুলিশের গাড়ি জুড়ে দেওয়া হল প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নিরাপত্তা কনভয়ে।
প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, 'মদন মিত্র (তৃণমূল কংগ্রেস বিধায়ক) ইচ্ছাকৃতভাবে ভোটিং মেশিনটি বন্ধ করে দিয়েছেন কারণ তিনি বুথটি দখল করতে চান।'
সমশেরগঞ্জে ভোটগ্রহণের আগে বোমাবাজি হওয়ার ঘটনা। এলাকায় উত্তেজনা ছড়ায় বোমাবাজির জেরে।
১৪৪ ধারা জারি থাকলেও ভবানীপুরে অনেক বুথের কাছে খোলা রয়েছে দোকান। এই আবহে রিপোর্ট তলব করেছে কমিশন। প্রিয়াঙ্কা টিবরেওয়াল নিজে গিয়ে দোকান বন্ধের চেষ্টা করেন। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে বুথ জ্যামের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিকে বিজেপির অভিযোগ করলেও নির্বাচন কমিশন এই প্রেক্ষিতে জানিয়ে দেয় যে কোথাও কোনও রিগিং হয়নি।
ভোটগ্রহণ পরিদর্শনে বেরিয়েছেন ফিরহাদ হাকিম। চেতলায় দলীয় কার্যালয়ে বসে রয়েছেন ফিরহাদ।
ইভিএম বিকল জঙ্গিপুরের ২১ নম্বর বুথে। ইভিএম বদল করে ভোটগ্রহণের চেষ্টা চললেও তা করা সম্ভব হয়নি এখনও। বুথে ভোটারদের লম্বা লাইনকে অপেক্ষা করতে দেখা গিয়েছে।
মিত্র ইন্সটিটিউশনে ২০৯ নম্বর বুথে ভোট দেবেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মিলন ঘোষ এবং সিপিএম প্রার্থী মোদাসসের হোসেন। কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন জইদুর রহমান। এদিকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন ৷ বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন সুজিত দাস। আরএসপি প্রার্থী জানে আলম মিঞাঁ।
সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের বাইরে আধাসামরিক বাহিনীর দেখা মিলছে না। বিষয়টি বিজেপি প্রার্থীর নজরে পড়েছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানাবেন তিনি।
ভয়ে রয়েছে রাজ্য সরকার। সাতসকালে বুথ পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করলেন ভবানীপুর উপনির্বাচনে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্র সহ সংলগ্ন এলাকাকে। ভবানীপুর কেন্দ্রে মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভবানীপুরের জন্য ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে। ভবানীপুরের সব বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথে থাকছে ১৪৪ ধারা।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ২৮৭টি বুথে শুরু হল ভোটগ্রহণ